ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরে ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের বিরুদ্ধে মানববন্ধন

দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৪৪ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ড্রাগন ব্যবসায়ী ও চাষীরা। গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ক্ষতিকর হরমোন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধির মিথ্যা অপপ্রচারে ধ্বস নেমেছে ড্রাগন ব্যবসায়। চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলের শত শত কৃষক ফেসবুক ও ইউটিউবে এমন মিথ্যা প্রচারণায় পথে বসেছে। এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছেন না। এদিকে পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে ফেস্টুন, ব্যানার নিয়ে অংশ নেন চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার ড্রাগন ব্যবসায়ী ও চাষীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের জন্য এসব ফল উৎপাদন করি। আমরা যেসব ওষুধ ব্যবহার করি, সেটি যদি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানাক। কোন ওষুধ আমরা ব্যবহার করব, ইউটিউবাররা তো বিশেষজ্ঞ না। তারা কীভাবে বলতে পারে ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করি, সেগুলো দেহের জন্য ক্ষতিকর।’

বক্তারা আরও বলেন, একটি চক্র ড্রাগন ফলের বাজারে ধ্বস নামাতে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনীতিতেও ক্ষতি হচ্ছে। ড্রাগন ফলে টনিক ব্যবহার নাকি ক্ষতিকর এ অপপ্রচার করছে তারা। যে কারণে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এ অপপ্রচার বন্ধে ব্যবস্থা ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক জসিম উদ্দীন, জীবননগর উপজেলা বালাইনাশক কমিটির আহ্বায়ক আহসান হাবিব বকুল, চাষী রমজান, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, রুহুল আমিন রিটন, রাজেদুল ইসলাম, আব্দুল আজিজ প্রধান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের বিরুদ্ধে মানববন্ধন

দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি

আপলোড টাইম : ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ড্রাগন ব্যবসায়ী ও চাষীরা। গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ক্ষতিকর হরমোন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধির মিথ্যা অপপ্রচারে ধ্বস নেমেছে ড্রাগন ব্যবসায়। চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলের শত শত কৃষক ফেসবুক ও ইউটিউবে এমন মিথ্যা প্রচারণায় পথে বসেছে। এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছেন না। এদিকে পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে ফেস্টুন, ব্যানার নিয়ে অংশ নেন চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার ড্রাগন ব্যবসায়ী ও চাষীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের জন্য এসব ফল উৎপাদন করি। আমরা যেসব ওষুধ ব্যবহার করি, সেটি যদি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানাক। কোন ওষুধ আমরা ব্যবহার করব, ইউটিউবাররা তো বিশেষজ্ঞ না। তারা কীভাবে বলতে পারে ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করি, সেগুলো দেহের জন্য ক্ষতিকর।’

বক্তারা আরও বলেন, একটি চক্র ড্রাগন ফলের বাজারে ধ্বস নামাতে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনীতিতেও ক্ষতি হচ্ছে। ড্রাগন ফলে টনিক ব্যবহার নাকি ক্ষতিকর এ অপপ্রচার করছে তারা। যে কারণে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এ অপপ্রচার বন্ধে ব্যবস্থা ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক জসিম উদ্দীন, জীবননগর উপজেলা বালাইনাশক কমিটির আহ্বায়ক আহসান হাবিব বকুল, চাষী রমজান, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, রুহুল আমিন রিটন, রাজেদুল ইসলাম, আব্দুল আজিজ প্রধান প্রমুখ।