ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

জীবননগরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় দুজন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে জমি-জায়গার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড হাসপাতালপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা গেছে, জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড হাসপাতালপাড়ার মৃত বাহার আলীর ছেলে আশরাফ আলী খোকার সাথে একই পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শরিফ উদ্দীনদের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে বসতবাড়ির সীমানা পিলার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষ শরিফ উদ্দীন ও আরিফ উদ্দীন দলবল নিয়ে আশরাফ আলী খোকা (৩৫) ও আশরাফ আলীর মা ছপুরা খাতুনকে (৭০) দেশীয় অস্ত্র লোহার রড-কাঠের বাটাম দিয়ে আঘাত করে বেধড়ক পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার শিকার আশরাফ আলী জানান, ‘প্রতিপক্ষ শরিফ উদ্দীন গংদের সাথে দীর্ঘদিন যাবত জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ পর্যায়ে আমার স্ত্রী বাদী হয়ে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের বিষয়ে জীবননগর থানার এসআই ইউসুফ খান তদন্তের নামে বিবাদীদের বাড়িতে উঠিয়ে দিয়ে আসে। ফলে তারা আরো ক্ষমতাধর হয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে জীবননগর থানার এসআই ইউসুফ খানের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, ‘আমি তাদের বাড়িতে উঠিয়ে দিইনি বরং বিষয়টি নিষ্পত্তির লক্ষে উভয় পক্ষকে আগামী মঙ্গলবার থানায় হাজির হওয়ার জন্য বলেছি এবং উভয় পক্ষ থানায় বসে নিষ্পত্তিতে সম্মতি প্রদান করে।’

প্রতিপক্ষ শরিফ উদ্দীন বলেন, ‘ঘটনাটি অনাকাক্সিক্ষত। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আশরাফ আলী খোকা কাঠের বাটাম নিয়ে আমাকে মারতে উদ্যত হলে আমি হাত দিয়ে ঠেকিয়ে কাঠের বাটামটি কেড়ে নিয়ে রাগের বশতা মাথায় আঘাত করলে মাথা কেটে যায়। এসময় আমি তার পিঠে ও হাতে আঘাত করি।’ তবে আশরাফ আলীর বৃদ্ধা মাকে মারার কথা শরিফ উদ্দীন অস্বীকার করে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় দুজন আহত

আপলোড টাইম : ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

জীবননগর অফিস: জীবননগরে জমি-জায়গার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড হাসপাতালপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা গেছে, জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড হাসপাতালপাড়ার মৃত বাহার আলীর ছেলে আশরাফ আলী খোকার সাথে একই পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শরিফ উদ্দীনদের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে বসতবাড়ির সীমানা পিলার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষ শরিফ উদ্দীন ও আরিফ উদ্দীন দলবল নিয়ে আশরাফ আলী খোকা (৩৫) ও আশরাফ আলীর মা ছপুরা খাতুনকে (৭০) দেশীয় অস্ত্র লোহার রড-কাঠের বাটাম দিয়ে আঘাত করে বেধড়ক পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার শিকার আশরাফ আলী জানান, ‘প্রতিপক্ষ শরিফ উদ্দীন গংদের সাথে দীর্ঘদিন যাবত জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ পর্যায়ে আমার স্ত্রী বাদী হয়ে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের বিষয়ে জীবননগর থানার এসআই ইউসুফ খান তদন্তের নামে বিবাদীদের বাড়িতে উঠিয়ে দিয়ে আসে। ফলে তারা আরো ক্ষমতাধর হয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে জীবননগর থানার এসআই ইউসুফ খানের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, ‘আমি তাদের বাড়িতে উঠিয়ে দিইনি বরং বিষয়টি নিষ্পত্তির লক্ষে উভয় পক্ষকে আগামী মঙ্গলবার থানায় হাজির হওয়ার জন্য বলেছি এবং উভয় পক্ষ থানায় বসে নিষ্পত্তিতে সম্মতি প্রদান করে।’

প্রতিপক্ষ শরিফ উদ্দীন বলেন, ‘ঘটনাটি অনাকাক্সিক্ষত। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আশরাফ আলী খোকা কাঠের বাটাম নিয়ে আমাকে মারতে উদ্যত হলে আমি হাত দিয়ে ঠেকিয়ে কাঠের বাটামটি কেড়ে নিয়ে রাগের বশতা মাথায় আঘাত করলে মাথা কেটে যায়। এসময় আমি তার পিঠে ও হাতে আঘাত করি।’ তবে আশরাফ আলীর বৃদ্ধা মাকে মারার কথা শরিফ উদ্দীন অস্বীকার করে।’