ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে গলায় ভাত আটকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / ৪২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী:

জীবননগর উপজেলার খয়েরহুদায় গলায় ভাত আটকে মুজাহিদুল ইসলাম (৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই প্রতিবন্ধী শিশু জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের কারী মাওলানা ইসমাইল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শিশু মুজাহিদুল ইসলাম পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজ বাড়িতে ভাত খাচ্ছিল। ভাত খাওয়ার একপর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত গ্রাম্য ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। ততক্ষণে মুজাহিদুল ইসলাম মারা যায়।

কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ছবদুল মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। সে ঠিকমত চলাফেরা ও খাওয়া-দাওয়া করত পারে না। দুপুরে গলায় ভাত আটকে সে মারা গেছে। এদিকে, গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে নিহত শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে গলায় ভাত আটকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপলোড টাইম : ০৭:৩৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

প্রতিবেদক, উথলী:

জীবননগর উপজেলার খয়েরহুদায় গলায় ভাত আটকে মুজাহিদুল ইসলাম (৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই প্রতিবন্ধী শিশু জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের কারী মাওলানা ইসমাইল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শিশু মুজাহিদুল ইসলাম পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজ বাড়িতে ভাত খাচ্ছিল। ভাত খাওয়ার একপর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত গ্রাম্য ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। ততক্ষণে মুজাহিদুল ইসলাম মারা যায়।

কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ছবদুল মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। সে ঠিকমত চলাফেরা ও খাওয়া-দাওয়া করত পারে না। দুপুরে গলায় ভাত আটকে সে মারা গেছে। এদিকে, গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে নিহত শিশুর দাফনকার্য সম্পন্ন করা হয়।