ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে দোকানের টিন কেটে চুরি

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে জুনায়েদ টেলিকমের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের ক্যাশে থাকা ৫ লাখ ৬০ হাজার টাকা ও ৩৫০টি মোবাইল ফোন নিয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক জুনায়েদ হোসেন উথলী গ্রামের আব্দুল আলীমের ছেলে।

জুনায়েদ বলেন, ‘প্রতিদিনের মতো আমি বৃহস্পতিবার রাত ৯টার আগে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরের দিন সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলোভাবে নীচে পড়ে আছে। দোকানের ওপরের টিন কাটা, ক্যাশ ভাঙা এবং ক্যাশে থাকা নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা নাই। আর৩ কার্টুনে থাকা ৩৫০টি মোবাইলও নাই। আমি একেবারে পথে বসে গেছি।’

স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, এখন ব্যবসা-বাণিজ্য তেমন হচ্ছে না। তারপরও যেভাবে বাজারে চুরি হচ্ছে যদি চোর ধরা না পড়ে তা হলে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনর্চার (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, উথলী একটি দোকানে চুরি হয়েছে, এ বিষয় শুনেছি। চোর ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে দোকানের টিন কেটে চুরি

আপলোড টাইম : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে জুনায়েদ টেলিকমের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের ক্যাশে থাকা ৫ লাখ ৬০ হাজার টাকা ও ৩৫০টি মোবাইল ফোন নিয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক জুনায়েদ হোসেন উথলী গ্রামের আব্দুল আলীমের ছেলে।

জুনায়েদ বলেন, ‘প্রতিদিনের মতো আমি বৃহস্পতিবার রাত ৯টার আগে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরের দিন সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলোভাবে নীচে পড়ে আছে। দোকানের ওপরের টিন কাটা, ক্যাশ ভাঙা এবং ক্যাশে থাকা নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা নাই। আর৩ কার্টুনে থাকা ৩৫০টি মোবাইলও নাই। আমি একেবারে পথে বসে গেছি।’

স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, এখন ব্যবসা-বাণিজ্য তেমন হচ্ছে না। তারপরও যেভাবে বাজারে চুরি হচ্ছে যদি চোর ধরা না পড়ে তা হলে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনর্চার (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, উথলী একটি দোকানে চুরি হয়েছে, এ বিষয় শুনেছি। চোর ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।