ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জয়রামপুরে যুবলীগ নেতা আব্দুল খালেক ভূঁইয়ার পিতার ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

প্র্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদা উপজেলার জয়রামপুরে যুবলীগ নেতা আব্দুল খালেক ভ্ইূয়ার পিতা লোকমান ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন লোকমান ভূঁইয়া। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে নেয়। হাসপাতালে নেওয়ার পথে লোকমান ভূঁইয়ার মৃত্যু হয়। এসময় তার লাশ নিজ বাড়িতে নেওয়া হয়। লোকমান ভূঁইয়ার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিকট আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা লোকমান ভূঁইয়ার বাড়িতে ভিড় করতে শুরু করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জয়রামপুর কলোনিপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষ একই কবরস্থানে লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাউলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জয়রামপুরে যুবলীগ নেতা আব্দুল খালেক ভূঁইয়ার পিতার ইন্তেকাল

আপলোড টাইম : ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

প্র্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদা উপজেলার জয়রামপুরে যুবলীগ নেতা আব্দুল খালেক ভ্ইূয়ার পিতা লোকমান ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন লোকমান ভূঁইয়া। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে নেয়। হাসপাতালে নেওয়ার পথে লোকমান ভূঁইয়ার মৃত্যু হয়। এসময় তার লাশ নিজ বাড়িতে নেওয়া হয়। লোকমান ভূঁইয়ার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিকট আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা লোকমান ভূঁইয়ার বাড়িতে ভিড় করতে শুরু করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জয়রামপুর কলোনিপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষ একই কবরস্থানে লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাউলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।