ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জয়রামপুরের বিধবা ও তাঁর সন্তানদের সম্পত্তি দখলে নিতে সংঘবদ্ধচক্র তৎপর; আদালতে মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলার মৃত রজব আলীর স্ত্রী শাহিদা খাতুন ও তার সন্তানদের বাড়ি এবং দোকানসহ সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে দামুড়হুদার দশমীপাড়ার বাসিন্দা ও দামুড়হুদা ফিলিং স্টেশনের মালিক শাহজাহান আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চক্রটি ইতিমধ্যে রজব আলীর ছেলে হেলাল উদ্দীন ও শাহিন আলীকে মারধর এবং তাঁদের দোকান থেকে ২ লাখ টাকা মূল্যের পণ্য জোরপূর্বক ডাকাতি এবং নগদ ৫০ হাজার ২৫০ টাকা ছিনতাই করেছেন। হেলাল উদ্দিনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

১৪ জুন এসব ঘটনায় গত সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত, দামুড়হুদা থানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫(১) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এছাড়া ১৫ জুন শাহিন আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫(১) ধারায় দায়ের করা মামলাটি আমলে নেওয়া হয়েছে। আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন গত সোমবার এক আদেশে নালিশি পিটিশনে বর্ণিত বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষদ্বয়ের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

এদিকে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত দামুড়হুদা থানার বিচারক রিপন আলী অভিযোগ আমলে নেন এবং জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

শাহিন আলী বলেন, ‘অভিযুক্ত শাহজাহান আলীসহ চক্রের সদস্যরা আমাদের হত্যাচেষ্টাসহ ঘরবাড়ি- দোকানপাট জোরপূর্বক দখল করে উচ্ছেদ করার পাঁয়তারা করছেন। এমতাস্থায় আমরা সকলেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে জেলার পুলিশ সুপারের পদক্ষেপ কামনা করছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জয়রামপুরের বিধবা ও তাঁর সন্তানদের সম্পত্তি দখলে নিতে সংঘবদ্ধচক্র তৎপর; আদালতে মামলা

আপলোড টাইম : ০৮:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলার মৃত রজব আলীর স্ত্রী শাহিদা খাতুন ও তার সন্তানদের বাড়ি এবং দোকানসহ সম্পত্তি অবৈধভাবে দখলে নিতে দামুড়হুদার দশমীপাড়ার বাসিন্দা ও দামুড়হুদা ফিলিং স্টেশনের মালিক শাহজাহান আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চক্রটি ইতিমধ্যে রজব আলীর ছেলে হেলাল উদ্দীন ও শাহিন আলীকে মারধর এবং তাঁদের দোকান থেকে ২ লাখ টাকা মূল্যের পণ্য জোরপূর্বক ডাকাতি এবং নগদ ৫০ হাজার ২৫০ টাকা ছিনতাই করেছেন। হেলাল উদ্দিনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

১৪ জুন এসব ঘটনায় গত সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত, দামুড়হুদা থানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫(১) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এছাড়া ১৫ জুন শাহিন আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫(১) ধারায় দায়ের করা মামলাটি আমলে নেওয়া হয়েছে। আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন গত সোমবার এক আদেশে নালিশি পিটিশনে বর্ণিত বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষদ্বয়ের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

এদিকে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত দামুড়হুদা থানার বিচারক রিপন আলী অভিযোগ আমলে নেন এবং জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

শাহিন আলী বলেন, ‘অভিযুক্ত শাহজাহান আলীসহ চক্রের সদস্যরা আমাদের হত্যাচেষ্টাসহ ঘরবাড়ি- দোকানপাট জোরপূর্বক দখল করে উচ্ছেদ করার পাঁয়তারা করছেন। এমতাস্থায় আমরা সকলেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে জেলার পুলিশ সুপারের পদক্ষেপ কামনা করছি।’