ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

জবর দখলে রাখা সম্পত্তি ২০ বছর পরে ফিরে পেলেন প্রকৃত মালিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার অনুপনগরে জবর দখলে রাখা সম্পত্তি ২০ বছর পরে ফিরে পেলেন প্রকৃত মালিক। অনুপনগর গ্রামের নওদাপাড়ায় মৃত এরশাদ মণ্ডলের ছেলে জলিল উদ্দীন মণ্ডল ও তার ভাই রহমান মণ্ডলের ৩ কাঠা জমি প্রতিবেশী মৃত বিশারত আলীর ছেলে সোনোর আলী জবর দখল করে রেখেছিল। জলিল মণ্ডল ও রহমান মণ্ডলের ভাই এবং ওই জমির শরিক কপিল উদ্দীন মণ্ডল ২০ বছর পূর্বে চুয়াডাঙ্গা কোর্টে মামলা করেন। মামলা চলাকালে কোর্ট থেকে ৩ বার কপিল উদ্দীন মণ্ডলের পক্ষে জমি পাওনার রায় হয়। পরে কপিল উদ্দীন মণ্ডল জমি দখল করতে গেলে বাধা দেয় সোনোর আলী।

এ বিষয়ে জানতে পেরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ এসে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় কোনোরুপ বিশৃঙ্খলা ছাড়াই প্রশাসন কপিল উদ্দীন মণ্ডলকে তার জমি বুঝিয়ে দেয়। এসময় মৃত এরশাদ আলীর ছেলে কপিল উদ্দীন মণ্ডল বলেন, ‘দেশে ন্যায়বিচার আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। দীর্ঘদিন আমার সম্পত্তি প্রতিবেশী বিমারত আলীর ছেলে সোনোর ভোগ দখল করছিল। আমি মামলা করে আমার জমি আইনের মাধ্যমে বুঝে পেয়েছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জবর দখলে রাখা সম্পত্তি ২০ বছর পরে ফিরে পেলেন প্রকৃত মালিক

আপলোড টাইম : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার অনুপনগরে জবর দখলে রাখা সম্পত্তি ২০ বছর পরে ফিরে পেলেন প্রকৃত মালিক। অনুপনগর গ্রামের নওদাপাড়ায় মৃত এরশাদ মণ্ডলের ছেলে জলিল উদ্দীন মণ্ডল ও তার ভাই রহমান মণ্ডলের ৩ কাঠা জমি প্রতিবেশী মৃত বিশারত আলীর ছেলে সোনোর আলী জবর দখল করে রেখেছিল। জলিল মণ্ডল ও রহমান মণ্ডলের ভাই এবং ওই জমির শরিক কপিল উদ্দীন মণ্ডল ২০ বছর পূর্বে চুয়াডাঙ্গা কোর্টে মামলা করেন। মামলা চলাকালে কোর্ট থেকে ৩ বার কপিল উদ্দীন মণ্ডলের পক্ষে জমি পাওনার রায় হয়। পরে কপিল উদ্দীন মণ্ডল জমি দখল করতে গেলে বাধা দেয় সোনোর আলী।

এ বিষয়ে জানতে পেরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ এসে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় কোনোরুপ বিশৃঙ্খলা ছাড়াই প্রশাসন কপিল উদ্দীন মণ্ডলকে তার জমি বুঝিয়ে দেয়। এসময় মৃত এরশাদ আলীর ছেলে কপিল উদ্দীন মণ্ডল বলেন, ‘দেশে ন্যায়বিচার আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। দীর্ঘদিন আমার সম্পত্তি প্রতিবেশী বিমারত আলীর ছেলে সোনোর ভোগ দখল করছিল। আমি মামলা করে আমার জমি আইনের মাধ্যমে বুঝে পেয়েছি।’