ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ছয় দফা দাবিতে ১২শিক্ষার্থীর রেল স্টেশনে অবস্থান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

আল হাকিম: চুয়াডাঙ্গা রেল স্টেশনে ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গার স্কুল-কলেজের ১২ শিক্ষার্থী বিভিন্ন স্লোগানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা শিক্ষার্থীদের আয়োজনে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সাইফুল্লাহ আল সাদিকের নেতৃত্বে চুয়াডাঙ্গা স্কুল-কলেজের ১২ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় ছয় দফা দাবিগুলো তুলে ধরে যাত্রী হয়রানি ও টিকেট কালোবাজারি রোধে বিভিন্ন স্লোগান দিয়ে স্টেশনের প্লাটফর্মে বিক্ষোভ করেন। ছাত্ররা আরো বলেন রেল স্টেশনে নানা ধরনের ভুগান্তি হচ্ছে যাত্রীরা। স্টেশনে অনেক কিছু থাকলেও সুবিধা পাচ্ছে না যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-টিকিট ক্রয়ে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, হয়রানির ঘটনায় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে, যথাযথ পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ করতে হবে, অনলাইন কোটায় টিকিট ব্লক বা বুক করা বন্ধ করতে হবে, পাশাপাশি অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ে সর্বসাধারণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে, ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তিদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়াতে হবে এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে খাবার পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ছয় দফা দাবিতে ১২শিক্ষার্থীর রেল স্টেশনে অবস্থান

আপলোড টাইম : ০৭:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

আল হাকিম: চুয়াডাঙ্গা রেল স্টেশনে ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গার স্কুল-কলেজের ১২ শিক্ষার্থী বিভিন্ন স্লোগানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা শিক্ষার্থীদের আয়োজনে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সাইফুল্লাহ আল সাদিকের নেতৃত্বে চুয়াডাঙ্গা স্কুল-কলেজের ১২ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় ছয় দফা দাবিগুলো তুলে ধরে যাত্রী হয়রানি ও টিকেট কালোবাজারি রোধে বিভিন্ন স্লোগান দিয়ে স্টেশনের প্লাটফর্মে বিক্ষোভ করেন। ছাত্ররা আরো বলেন রেল স্টেশনে নানা ধরনের ভুগান্তি হচ্ছে যাত্রীরা। স্টেশনে অনেক কিছু থাকলেও সুবিধা পাচ্ছে না যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-টিকিট ক্রয়ে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, হয়রানির ঘটনায় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে, যথাযথ পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ করতে হবে, অনলাইন কোটায় টিকিট ব্লক বা বুক করা বন্ধ করতে হবে, পাশাপাশি অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ে সর্বসাধারণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে, ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তিদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়াতে হবে এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে খাবার পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।