ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

ছাগল চুরি করে বিক্রিকালে তিন চোর পাকড়াও

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিনোদপুর থেকে ছাগল চুরি করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ বাজারে বিক্রি করতে গিয়ে চোরাই ছাগলসহ তিন চোর আটক হয়েছে। গত শনিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিনোদপুর দরগাতলা পাড়ার দিনমজুর সুজন আলীর প্রায় ১৪ হাজার টাকা দামের একটি ছাগল চুরি নিয়ে যায় চোর চক্র। পরে সেটা বিক্রি করতে গিয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদহ বাজারে চোরাই ছাগলসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার নাগদাহ গ্রামের খেদু আলীর ছেলে জোহা (২১), ছোট পুটিমারি গ্রামের বাবলুর ছেলে হাশর আলী (২০) ও জেহালা বাজার স্টেশনপাড়ার মৃত খলিলের ছেলে মানিকসহ(২৩)আর দুজন একসাথে চলাফেরা করে। গত শনিবার সকালে একটি পাখিভ্যানযোগ তারা আলমডাঙ্গা বিনোদপুর গ্রামে যায়। বিনোদপুর গ্রামের দরগাপাড়ার ঠান্ডুর ছেলে দিনমজুর সুজন আলীর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রায় ১৪ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি করে নিয়ে যায় ওই চোরচক্র। তারা ছাগলটি নিয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদাহ বাজারে বিক্রি করতে যায়। সেখানে তাদের চলাফেরা ও ছাগলের অল্প দাম চাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ছাগলটি চুরি করে নিয়ে এসেছে। পরে কাকিলাদাহ ক্যাম্প পুলিশ আলমডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানায়।

এদিকে ছাগলের মালিক আলমডাঙ্গা থানায় ছাগল হারিয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করে। রাতেই চোরাই ছাগলসহ তিন চোরকে আলমডাঙ্গা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে সুজন আলী বাদী হয়ে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ছাগল চুরি করে বিক্রিকালে তিন চোর পাকড়াও

আপলোড টাইম : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিনোদপুর থেকে ছাগল চুরি করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ বাজারে বিক্রি করতে গিয়ে চোরাই ছাগলসহ তিন চোর আটক হয়েছে। গত শনিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিনোদপুর দরগাতলা পাড়ার দিনমজুর সুজন আলীর প্রায় ১৪ হাজার টাকা দামের একটি ছাগল চুরি নিয়ে যায় চোর চক্র। পরে সেটা বিক্রি করতে গিয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদহ বাজারে চোরাই ছাগলসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার নাগদাহ গ্রামের খেদু আলীর ছেলে জোহা (২১), ছোট পুটিমারি গ্রামের বাবলুর ছেলে হাশর আলী (২০) ও জেহালা বাজার স্টেশনপাড়ার মৃত খলিলের ছেলে মানিকসহ(২৩)আর দুজন একসাথে চলাফেরা করে। গত শনিবার সকালে একটি পাখিভ্যানযোগ তারা আলমডাঙ্গা বিনোদপুর গ্রামে যায়। বিনোদপুর গ্রামের দরগাপাড়ার ঠান্ডুর ছেলে দিনমজুর সুজন আলীর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রায় ১৪ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি করে নিয়ে যায় ওই চোরচক্র। তারা ছাগলটি নিয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদাহ বাজারে বিক্রি করতে যায়। সেখানে তাদের চলাফেরা ও ছাগলের অল্প দাম চাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ছাগলটি চুরি করে নিয়ে এসেছে। পরে কাকিলাদাহ ক্যাম্প পুলিশ আলমডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানায়।

এদিকে ছাগলের মালিক আলমডাঙ্গা থানায় ছাগল হারিয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করে। রাতেই চোরাই ছাগলসহ তিন চোরকে আলমডাঙ্গা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে সুজন আলী বাদী হয়ে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।