ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধনকালে এসপি জাহিদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / ৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, মুজিবশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বয়স প্রায় সমান। শিশুদের মানসিক উৎকর্ষতা সাধন এবং সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদেরকে জড়িত করা উচিত। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড ও সুদীর্ঘকালের যে অবদান, তা স্বীকার করে ভূয়সী প্রশংসা করেন। আগামীতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পাশে থেকে সবরকম সহযোগিতা করার ঘোষণা দেন পুলিশ সুপার।

বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক গোলাম কবির মুকুল পরিচালনায় শিশু বিভাগ, ক-বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত মোট ৭টি বিভাগে ৫টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু বিভাগে চিত্রাঙ্কন ও সুন্দর হস্তলিখন, ক বিভাগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি, খ বিভাগে কবিতা আবৃত্তি ও শ্রুতিলিখন, গ বিভাগে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন, ঘ বিভাগে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন, ঙ বিভাগে কবিতা আবৃত্তি ও স্বরচিত লেখা, চ বিভাগে কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিভাগ থেকে প্রায় ৫০০ শতাধিক প্রতিযোগী স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, আবু আফজাল সালেহ, মিজানুর রহমান মণ্ডল, রিচার্ড রহমান, আনছার আলী, কাজল মাহমুদ, আহাদ আলী মোল্লা, সুমন ইকবাল, ইব্রাহীম খলিল, হোসেন মোহাম্মদ ফারুক ও হেলাল হোসেন জোয়ার্দার। সহযোগিতায় ছিলেন আতিয়ার রহমান, সাজ্জাদ হোসেন, শওকত আলী, আশিকুজ্জামান আসাদ, ইব্রাহিম খলিল হিমু প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হবে আগামী ২৬ নভেম্বর স্থানীয় পত্র-পত্রিকায়। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে আগামী ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধনকালে এসপি জাহিদ

আপলোড টাইম : ০৮:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, মুজিবশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বয়স প্রায় সমান। শিশুদের মানসিক উৎকর্ষতা সাধন এবং সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদেরকে জড়িত করা উচিত। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড ও সুদীর্ঘকালের যে অবদান, তা স্বীকার করে ভূয়সী প্রশংসা করেন। আগামীতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পাশে থেকে সবরকম সহযোগিতা করার ঘোষণা দেন পুলিশ সুপার।

বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক গোলাম কবির মুকুল পরিচালনায় শিশু বিভাগ, ক-বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত মোট ৭টি বিভাগে ৫টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু বিভাগে চিত্রাঙ্কন ও সুন্দর হস্তলিখন, ক বিভাগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি, খ বিভাগে কবিতা আবৃত্তি ও শ্রুতিলিখন, গ বিভাগে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন, ঘ বিভাগে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন, ঙ বিভাগে কবিতা আবৃত্তি ও স্বরচিত লেখা, চ বিভাগে কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিভাগ থেকে প্রায় ৫০০ শতাধিক প্রতিযোগী স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, আবু আফজাল সালেহ, মিজানুর রহমান মণ্ডল, রিচার্ড রহমান, আনছার আলী, কাজল মাহমুদ, আহাদ আলী মোল্লা, সুমন ইকবাল, ইব্রাহীম খলিল, হোসেন মোহাম্মদ ফারুক ও হেলাল হোসেন জোয়ার্দার। সহযোগিতায় ছিলেন আতিয়ার রহমান, সাজ্জাদ হোসেন, শওকত আলী, আশিকুজ্জামান আসাদ, ইব্রাহিম খলিল হিমু প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হবে আগামী ২৬ নভেম্বর স্থানীয় পত্র-পত্রিকায়। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে আগামী ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেওয়া হবে।