ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটি ৩ ভাগে বিভক্ত করে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা, দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ ও তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গন সবসময় মুখরিত থাকত। সে কারণে চুয়াডাঙ্গা খেলাধুলায় এগিয়ে ছিল। এখন তেমন এগিয়ে নেই। আমাদেরকে খেলাধুলায় আরও বেশি ভালো করতে হবে। অনুশীলন করলে আমাদের ছেলে-মেয়েরা ভালো করতে পারবে। আমাদের জেলায় পর্যাপ্ত খেলার মাঠ আছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে চুয়াডাঙ্গা জেলায় চর্চা বাড়াতে হবে। তিনি আরও বলেন, জেলা শহরের ওপরে পাঁচটি মাঠ আছে। কিন্তু খেলার জন্য ছেলে-মেয়ে নেই। সবাই মোবাইলে পড়ে আছে, এগুলো কাম্য নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আমাদের ভালো করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী।

পরে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা এবং গীতাপাঠ করে মেধা মায়াবী। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী আরোয়া রশিদ, নাবিলা হামান, সানজিদা জামান ও জান্নাতুল ফেরদৌস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটি ৩ ভাগে বিভক্ত করে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা, দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ ও তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গন সবসময় মুখরিত থাকত। সে কারণে চুয়াডাঙ্গা খেলাধুলায় এগিয়ে ছিল। এখন তেমন এগিয়ে নেই। আমাদেরকে খেলাধুলায় আরও বেশি ভালো করতে হবে। অনুশীলন করলে আমাদের ছেলে-মেয়েরা ভালো করতে পারবে। আমাদের জেলায় পর্যাপ্ত খেলার মাঠ আছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে চুয়াডাঙ্গা জেলায় চর্চা বাড়াতে হবে। তিনি আরও বলেন, জেলা শহরের ওপরে পাঁচটি মাঠ আছে। কিন্তু খেলার জন্য ছেলে-মেয়ে নেই। সবাই মোবাইলে পড়ে আছে, এগুলো কাম্য নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আমাদের ভালো করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী।

পরে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা এবং গীতাপাঠ করে মেধা মায়াবী। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী আরোয়া রশিদ, নাবিলা হামান, সানজিদা জামান ও জান্নাতুল ফেরদৌস।