ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদরের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিরিনা খাতুন (২৪) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটা ও বিকেল চারটার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত শিরিনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলা পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার শলক মিয়ার স্ত্রী। আহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার নেপার মোড় গ্রামের মৃত রবজেল মালিথা ছেলে মোহাম্মদ ইনসার আলী (৫০) ও একই গ্রামের মৃত আনারুল ইসলাম ছেলে মোহাম্মদ লিটন (৩৮)।

জানা যায়, ছেলেকে কানের চিকিৎসা করানোর জন্য স্ত্রী শিরিনা খাতুন ও তার শিশু ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন শলক মিয়া। ছয়মাইল-যুগিরহুদা গ্রামের মাঝে ভাঙ্গা বটতলা নামক স্থানে পৌঁছালে একটি কাচামাল বোঝায় ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। মায়ের কোলে থাকা শিশুপুত্র ছিটকে রাস্তার পাশে পড়লে প্রাণে রক্ষা পায়।

অপর দিকে, কুষ্টিয়া জেলার পোড়াদা বাজার হতে লাটাহাম্বার ক্রয় করে নিজ এলাকা মহেশপুরে যাওয়ার পথে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজারে সামনের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পিছনের চাকা খুলে লাটাহাম্বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে লাটাহাম্বা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার নিচে পড়ে যায়। লাটাহাম্বার চালক ইনসার আলী গুরুতর রক্তাক্ত জখম হয় ও লিটন আলী হালকা আহত হয়। বাজারে থাকা লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামাল জয়া বলেন, হাসপাতালে শিরিনা খাতুনকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্তসহ ডান পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হতে পারে। এছাড়াও আহত শলককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং লাটাহাব্বা চালক ইনসান আলী ও সহকারী মোহাম্মদ লিটনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তাইফুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল-যুগিরহুদা গ্রামের মাঝে ভাঙ্গা বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সদরের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু, আহত ৩

আপলোড টাইম : ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিরিনা খাতুন (২৪) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটা ও বিকেল চারটার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত শিরিনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলা পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার শলক মিয়ার স্ত্রী। আহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার নেপার মোড় গ্রামের মৃত রবজেল মালিথা ছেলে মোহাম্মদ ইনসার আলী (৫০) ও একই গ্রামের মৃত আনারুল ইসলাম ছেলে মোহাম্মদ লিটন (৩৮)।

জানা যায়, ছেলেকে কানের চিকিৎসা করানোর জন্য স্ত্রী শিরিনা খাতুন ও তার শিশু ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন শলক মিয়া। ছয়মাইল-যুগিরহুদা গ্রামের মাঝে ভাঙ্গা বটতলা নামক স্থানে পৌঁছালে একটি কাচামাল বোঝায় ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। মায়ের কোলে থাকা শিশুপুত্র ছিটকে রাস্তার পাশে পড়লে প্রাণে রক্ষা পায়।

অপর দিকে, কুষ্টিয়া জেলার পোড়াদা বাজার হতে লাটাহাম্বার ক্রয় করে নিজ এলাকা মহেশপুরে যাওয়ার পথে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজারে সামনের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পিছনের চাকা খুলে লাটাহাম্বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে লাটাহাম্বা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার নিচে পড়ে যায়। লাটাহাম্বার চালক ইনসার আলী গুরুতর রক্তাক্ত জখম হয় ও লিটন আলী হালকা আহত হয়। বাজারে থাকা লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামাল জয়া বলেন, হাসপাতালে শিরিনা খাতুনকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্তসহ ডান পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হতে পারে। এছাড়াও আহত শলককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং লাটাহাব্বা চালক ইনসান আলী ও সহকারী মোহাম্মদ লিটনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তাইফুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল-যুগিরহুদা গ্রামের মাঝে ভাঙ্গা বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।