ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করে কার্যক্রমের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা রেডক্রিক্রেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সঞ্চালনা করেন ইউনিট অফিসার ওবায়দুল ইসলাম পারভেজ। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মজিদ। এসময় চলতি বছরে আজীবন সদস্য নজির হোসেন, আব্দুল ওয়াহেদ, নুরুল ইসলাম, ইসহাক আলী ও আশরাফুল হক, যুব সদস্য এবং কর্মকর্তা-কর্মচারী যারা মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বার্ষিক প্রতিবেদন পাঠ, রেডক্রিসেন্ট ইউনিট ও চক্ষু হাসাপাতালের চলতি বছরের আয়-ব্যয় ও ২০২৩ সালের ইউনিট ও চক্ষু হাসপাতালের সম্ভাব্য বাজেট উপস্থান করেন এবং সভায় অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম শফি, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর, জিল্লুর রহমান ও বিলকিস জাহান, রেডক্রিসেন্ট আজীবন সদস্যবৃন্দ ও চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল হান্নান, আবুল কালাম আজাদ, নাসির আহাদ জোয়ার্দ্দার , নজরুল ইসলাম, অ্যাড. মারুফ সারোয়ার বাবু, এস এম সামসুল আলম, শাহ আলম সনি, চেয়ারম্যান আব্দুল করিম, মফিজুর রহমান মনা, আশরাফ বিশ্বাস মিল্টু, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, মোতাহারুল ইসলাম চঞ্চল ও গোলাম রসুল বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গায় গঠন করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে ডা. আসহাব-উল-হক হেবা চেয়ারম্যান ও ডা. শামসুজ্জোহা কৌরাইশী মহাসচিব হিসেবে কার্যক্রম শুরু করেন। তাঁদের স্মৃতি সংরক্ষণে কিছু করার জন্য সদর দপ্তরের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। অবশ্যই তা হওয়া উচিৎ। চুয়াডাঙ্গার জন্য বলছি না। দেশের সঠিক ইতিহাস রক্ষার্থে এটি করা দরকার। দেশের মানুষ হিসেবে জানতে চায়। আগামী সভায় বিষয়টি আলোচনা করে প্রস্তাব পাঠানো হবে। আমাদের যত ত্রুটি আছে, আপনারা দেখবেন। আমরাও দেখব। আগামীতে স্বচ্ছতার সাথে কাজ করব। কেউ যেন প্রতিদ্বন্দ্বিতা না ভাবে। আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন।’ তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন হয়েছে। আমার কথা নয়, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু

আপলোড টাইম : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করে কার্যক্রমের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা রেডক্রিক্রেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সঞ্চালনা করেন ইউনিট অফিসার ওবায়দুল ইসলাম পারভেজ। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মজিদ। এসময় চলতি বছরে আজীবন সদস্য নজির হোসেন, আব্দুল ওয়াহেদ, নুরুল ইসলাম, ইসহাক আলী ও আশরাফুল হক, যুব সদস্য এবং কর্মকর্তা-কর্মচারী যারা মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বার্ষিক প্রতিবেদন পাঠ, রেডক্রিসেন্ট ইউনিট ও চক্ষু হাসাপাতালের চলতি বছরের আয়-ব্যয় ও ২০২৩ সালের ইউনিট ও চক্ষু হাসপাতালের সম্ভাব্য বাজেট উপস্থান করেন এবং সভায় অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম শফি, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর, জিল্লুর রহমান ও বিলকিস জাহান, রেডক্রিসেন্ট আজীবন সদস্যবৃন্দ ও চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল হান্নান, আবুল কালাম আজাদ, নাসির আহাদ জোয়ার্দ্দার , নজরুল ইসলাম, অ্যাড. মারুফ সারোয়ার বাবু, এস এম সামসুল আলম, শাহ আলম সনি, চেয়ারম্যান আব্দুল করিম, মফিজুর রহমান মনা, আশরাফ বিশ্বাস মিল্টু, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, মোতাহারুল ইসলাম চঞ্চল ও গোলাম রসুল বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গায় গঠন করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে ডা. আসহাব-উল-হক হেবা চেয়ারম্যান ও ডা. শামসুজ্জোহা কৌরাইশী মহাসচিব হিসেবে কার্যক্রম শুরু করেন। তাঁদের স্মৃতি সংরক্ষণে কিছু করার জন্য সদর দপ্তরের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। অবশ্যই তা হওয়া উচিৎ। চুয়াডাঙ্গার জন্য বলছি না। দেশের সঠিক ইতিহাস রক্ষার্থে এটি করা দরকার। দেশের মানুষ হিসেবে জানতে চায়। আগামী সভায় বিষয়টি আলোচনা করে প্রস্তাব পাঠানো হবে। আমাদের যত ত্রুটি আছে, আপনারা দেখবেন। আমরাও দেখব। আগামীতে স্বচ্ছতার সাথে কাজ করব। কেউ যেন প্রতিদ্বন্দ্বিতা না ভাবে। আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন।’ তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন হয়েছে। আমার কথা নয়, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।