ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ সারা দেশে জেলা প্রশাসকের নিকট বিএনপির স্মারকলিপি প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / ৪৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। সারা দেশের ন্যায় গতকাল বুধবার পৃথকভাবে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে গতকাল বুধবার বেলা ১১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারলিপিটি গ্রহণ করেন।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো খুবই জরুরি। তাই সরকারের কাছে দাবি দ্রুত তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে, সরকার এর দায় এড়াতে পারবে না। জনগণ মনে করে, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই জনগণের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মনুষ্যত্বহীন আচরণ করছে। এই মুহূর্তে মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠাতে হবে। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা পেতে তাকে বিদেশে পাঠানোর দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও মহিলা দলের নেত্রী রউফউর নাহার রীনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ডাউকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেহেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, সিনিয়র সহসভাপতি মো. জিল্লুর রহমান ওল্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, জীবনগর উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন তোয়া, জীবনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান ডাবলু, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বুলেট, সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সহসভাপতি মো. মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক মো. আমানউল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব।

মেহেরপুর:
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মেহেরপুর উপজেলা পরিষদ থেকে পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে স্মারকলিপিটি প্রদান করা হয়। তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান গ্রহণ করেন।
সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন তাঁদের স্মারকলিপি প্রদানের সময় বলেন, ‘আজ সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কর্মসূচি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে সেটা শান্তিপূর্ণভাবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রদান করেছি।’ তিনি আরও বলেন, ‘আপনার জানেন আমাদের দাবি সুস্পষ্টভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা। আমরা গত ১০ দিন ধরে শান্তিপূর্ণভাবে গণঅনশন, গণবিক্ষোভ শান্তিপূর্ণভাবে করে আসছি, এই বিক্ষোভ সমাবেশ করার আমাদের একটাই দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা।’

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অপর দিকে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, বিএনপি নেতা অ্যাড. মখলেছুর রহমান স্বপন, ফরিদ উদ্দিন, মেগা, নজরুল ইসলাম, আব্দুল বারি রুমি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিকলিয়ার, সদস্য মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা ইসমাইল, বিপ্লু, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহাবুব সানি, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, ছাত্রদল নেতা ইয়াসিন, জয়নাল, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ প্রমুখ।

ঝিনাইদহ:
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। গতকাল বুধবার সকালে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মজিবর রহমানের কাছে এ স্মারকলিপি পেশ করে। সেসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অংঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির নেতৃবৃৃন্দ তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে পেশ করেন। স্মারকলিপিতে বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা পেতে বিদেশে পাঠানোর দাবি করা হয়। অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না বলে স্মারকলিপিতে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ সারা দেশে জেলা প্রশাসকের নিকট বিএনপির স্মারকলিপি প্রদান

আপলোড টাইম : ০৭:১৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। সারা দেশের ন্যায় গতকাল বুধবার পৃথকভাবে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে গতকাল বুধবার বেলা ১১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারলিপিটি গ্রহণ করেন।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো খুবই জরুরি। তাই সরকারের কাছে দাবি দ্রুত তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে, সরকার এর দায় এড়াতে পারবে না। জনগণ মনে করে, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই জনগণের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মনুষ্যত্বহীন আচরণ করছে। এই মুহূর্তে মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠাতে হবে। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা পেতে তাকে বিদেশে পাঠানোর দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও মহিলা দলের নেত্রী রউফউর নাহার রীনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ডাউকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেহেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, সিনিয়র সহসভাপতি মো. জিল্লুর রহমান ওল্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, জীবনগর উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন তোয়া, জীবনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান ডাবলু, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বুলেট, সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সহসভাপতি মো. মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক মো. আমানউল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব।

মেহেরপুর:
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মেহেরপুর উপজেলা পরিষদ থেকে পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে স্মারকলিপিটি প্রদান করা হয়। তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান গ্রহণ করেন।
সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন তাঁদের স্মারকলিপি প্রদানের সময় বলেন, ‘আজ সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কর্মসূচি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে সেটা শান্তিপূর্ণভাবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রদান করেছি।’ তিনি আরও বলেন, ‘আপনার জানেন আমাদের দাবি সুস্পষ্টভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা। আমরা গত ১০ দিন ধরে শান্তিপূর্ণভাবে গণঅনশন, গণবিক্ষোভ শান্তিপূর্ণভাবে করে আসছি, এই বিক্ষোভ সমাবেশ করার আমাদের একটাই দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা।’

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অপর দিকে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, বিএনপি নেতা অ্যাড. মখলেছুর রহমান স্বপন, ফরিদ উদ্দিন, মেগা, নজরুল ইসলাম, আব্দুল বারি রুমি, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিকলিয়ার, সদস্য মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা ইসমাইল, বিপ্লু, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহাবুব সানি, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, ছাত্রদল নেতা ইয়াসিন, জয়নাল, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ প্রমুখ।

ঝিনাইদহ:
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। গতকাল বুধবার সকালে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মজিবর রহমানের কাছে এ স্মারকলিপি পেশ করে। সেসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অংঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির নেতৃবৃৃন্দ তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে পেশ করেন। স্মারকলিপিতে বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা পেতে বিদেশে পাঠানোর দাবি করা হয়। অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না বলে স্মারকলিপিতে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়।