ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সারা দেশের মতো চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ তিনটি জেলার উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।

তিনি বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে শনিবার মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার, সাংবাদিকদের সাথে মতবিনিময়, রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে মৎস্য র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ। সোমবার মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা। পরদিন মঙ্গলবার অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা হবে। আগামী বুধবার পুকুরের পানি ও মাটি পরীক্ষাসহ করা হবে। বৃহস্পতিবার সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। শুক্রবার মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সপ্তাহের সমাপনী ঘোষণা করা হবে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘চুয়াডাঙ্গায় এখন নানা প্রজাতির মাছ উৎপাদন হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি করে লাভবান হচ্ছেন অনেক চাষি। তবে এ জেলায় এখনো কিছুটা ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে আমরা কাজ করছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, মৎস্য জরিপ কমকর্তা আতিউর রহমান। সাংবাদিকদের মধ্যে ছিলেন সাংবাদিক মানিক আকবর, ফাইজার চৌধুরী, রিফাত রহমান, রেজাউল করিম লিটন, আতিয়ার রহমান, ইসলাম রাকিব, জামান আক্তার, মফিজুর রহমান জোয়ার্দ্দার, জান্নাতুল আওলিয়া নিশি, জিসান আহমেদ, সোহেল সজিব, মেহেরাব্বিন সানভী, অনিক চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মৎস্য অফিসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেকের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান ও স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মারুফুল ইসলাম। এছাড়াও মতবিনিময় সভায় আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা জানান, আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৫৯১ জন মৎস্যজীবী আছে। মৎস্য চাষীর সংখ্যা ৪ হাজার ২৪৫ জন। বেসরকারি পুকুর ৪ হাজার ৭৩টি, সরকারি পুকুর ১৩টি, নদী ৪টি, বিল সরকারি-বেসরকারি ১২টি।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার রাজিউল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, মৎস্য সম্প্রসারণ অফিসার ওমর ফারুক, ক্ষেত্র সহকারী মৎস্য অফিসার হান্নান, দামুড়হুদা প্রেসক্লাবের সিনয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান কাজল, শামসুজ্জোহা পলাশ, জাহিদুর রহমান মুকুল, তাসির আহাম্মেদ, মিরাজুল ইসলাম মিরাজ, এস এম সুজন প্রমুখ।

জীবননগর:

জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অফিসের কার্যালয়ে এই মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সাংবাদিক জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, মাজেদুল মিল্টন, মাজেদুর রহমান লিটন, মুকুল প্রমুখ।

মুজিবনগর:

মুজিবনগর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব, ক্ষেত্র সহকারী আহসান হাবীব, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ সফিসহ মুজিবনগর উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

গাংনী:

‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। এসময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হরিণাকুণ্ডু:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হরিণাকুণ্ডুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সভাকক্ষে হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নান্নু রেজার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুম্মিতা সাহা। মতবিনিময় সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা অফিসার শিউলী রানী সাহা, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজুসহ সকল সাংবাদিক বৃন্দ ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সকল অফিসারবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

আপলোড টাইম : ০৮:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

ডেস্ক রিপোর্ট: মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সারা দেশের মতো চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ তিনটি জেলার উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।

তিনি বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে শনিবার মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার, সাংবাদিকদের সাথে মতবিনিময়, রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে মৎস্য র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ। সোমবার মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা। পরদিন মঙ্গলবার অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা হবে। আগামী বুধবার পুকুরের পানি ও মাটি পরীক্ষাসহ করা হবে। বৃহস্পতিবার সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। শুক্রবার মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সপ্তাহের সমাপনী ঘোষণা করা হবে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘চুয়াডাঙ্গায় এখন নানা প্রজাতির মাছ উৎপাদন হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি করে লাভবান হচ্ছেন অনেক চাষি। তবে এ জেলায় এখনো কিছুটা ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে আমরা কাজ করছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, মৎস্য জরিপ কমকর্তা আতিউর রহমান। সাংবাদিকদের মধ্যে ছিলেন সাংবাদিক মানিক আকবর, ফাইজার চৌধুরী, রিফাত রহমান, রেজাউল করিম লিটন, আতিয়ার রহমান, ইসলাম রাকিব, জামান আক্তার, মফিজুর রহমান জোয়ার্দ্দার, জান্নাতুল আওলিয়া নিশি, জিসান আহমেদ, সোহেল সজিব, মেহেরাব্বিন সানভী, অনিক চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মৎস্য অফিসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেকের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান ও স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মারুফুল ইসলাম। এছাড়াও মতবিনিময় সভায় আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা জানান, আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৫৯১ জন মৎস্যজীবী আছে। মৎস্য চাষীর সংখ্যা ৪ হাজার ২৪৫ জন। বেসরকারি পুকুর ৪ হাজার ৭৩টি, সরকারি পুকুর ১৩টি, নদী ৪টি, বিল সরকারি-বেসরকারি ১২টি।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার রাজিউল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, মৎস্য সম্প্রসারণ অফিসার ওমর ফারুক, ক্ষেত্র সহকারী মৎস্য অফিসার হান্নান, দামুড়হুদা প্রেসক্লাবের সিনয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান কাজল, শামসুজ্জোহা পলাশ, জাহিদুর রহমান মুকুল, তাসির আহাম্মেদ, মিরাজুল ইসলাম মিরাজ, এস এম সুজন প্রমুখ।

জীবননগর:

জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অফিসের কার্যালয়ে এই মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সাংবাদিক জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, মাজেদুল মিল্টন, মাজেদুর রহমান লিটন, মুকুল প্রমুখ।

মুজিবনগর:

মুজিবনগর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব, ক্ষেত্র সহকারী আহসান হাবীব, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ সফিসহ মুজিবনগর উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

গাংনী:

‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। এসময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হরিণাকুণ্ডু:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হরিণাকুণ্ডুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সভাকক্ষে হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নান্নু রেজার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুম্মিতা সাহা। মতবিনিময় সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা অফিসার শিউলী রানী সাহা, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজুসহ সকল সাংবাদিক বৃন্দ ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সকল অফিসারবৃন্দ।