ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাড. নুরল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভার সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আইবায়ক অ্যাড. শফিকুল ইসলাম শফি।

সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক অ্যাড. মহ: শামশুজ্জোহা, আশরাফুল ইসলাম খোকন (জিপি), বেলাল হোসেন (পিপি), সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা আব্দুর রশিদ, বারের সেক্রেটারি তালিম হোসেন, সাবেক সেক্রেটারি আবুল বাশার, মজিবুল হক চৌধুরী মিন্টু, আকসিজুল ইসলাম রতন, আব্দুল মালেক ও হাফিজুর রহমানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে ভোট প্রার্থনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব সেলিম উদ্দিন খান, সহ-সভাপতি পদে আমজাদ আলী শাহ ও আকবর আলী (মানিক আকবর), সাধারণ সম্পাদক পদে রফিকুল আলম রান্টু, যুগ্ম-সম্পাদক পদে আনারুল হক ও ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে রবিউল হক রবি, গ্রন্থাগার সম্পাদক পদে আলফাজ উদ্দীন, ত্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুদুর রহমান রানা, কার্যনির্বাহী সদস্য পদে আবু তালেব, বদর উদ্দীন, আব্দুল জব্বার, নজরুল ইসলাম বকুল, কাজী জুবায়ের বিন হায়দার ও শাহীন রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিচিতি সভায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাড. রফিকুল আলম রান্টু বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে শতভাগ উজাড় করে ভোট প্রার্থনা করতে হবে। নিজেদের ভোটের পাশাপাশি নিজেদের পরিচিত ভোটারের কাছে ভোট চাইতে হবে এবং দলীয় প্যানেলকে জয়যুক্ত করতে হবে।
সভায় সভাপতি পদপ্রার্থী অ্যাড. সেলিম উদ্দিন খান বলেন, জেলা আইনজীবী সদস্যদের মর্যাদা রক্ষা ও ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বদা চেষ্টা করছি। বারের ভবন উন্নয়নে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর্থিকভাবে সহযোগিতার কারনেই এভবনে বসতে পারছি। এরআগে কোন এমপি উন্নয়নে সহযোগিতা করেনি। আগামীতে বারের উন্নয়নে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের সকল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ রইল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাড. নুরল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভার সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আইবায়ক অ্যাড. শফিকুল ইসলাম শফি।

সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক অ্যাড. মহ: শামশুজ্জোহা, আশরাফুল ইসলাম খোকন (জিপি), বেলাল হোসেন (পিপি), সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা আব্দুর রশিদ, বারের সেক্রেটারি তালিম হোসেন, সাবেক সেক্রেটারি আবুল বাশার, মজিবুল হক চৌধুরী মিন্টু, আকসিজুল ইসলাম রতন, আব্দুল মালেক ও হাফিজুর রহমানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে ভোট প্রার্থনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব সেলিম উদ্দিন খান, সহ-সভাপতি পদে আমজাদ আলী শাহ ও আকবর আলী (মানিক আকবর), সাধারণ সম্পাদক পদে রফিকুল আলম রান্টু, যুগ্ম-সম্পাদক পদে আনারুল হক ও ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে রবিউল হক রবি, গ্রন্থাগার সম্পাদক পদে আলফাজ উদ্দীন, ত্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুদুর রহমান রানা, কার্যনির্বাহী সদস্য পদে আবু তালেব, বদর উদ্দীন, আব্দুল জব্বার, নজরুল ইসলাম বকুল, কাজী জুবায়ের বিন হায়দার ও শাহীন রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিচিতি সভায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাড. রফিকুল আলম রান্টু বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে শতভাগ উজাড় করে ভোট প্রার্থনা করতে হবে। নিজেদের ভোটের পাশাপাশি নিজেদের পরিচিত ভোটারের কাছে ভোট চাইতে হবে এবং দলীয় প্যানেলকে জয়যুক্ত করতে হবে।
সভায় সভাপতি পদপ্রার্থী অ্যাড. সেলিম উদ্দিন খান বলেন, জেলা আইনজীবী সদস্যদের মর্যাদা রক্ষা ও ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বদা চেষ্টা করছি। বারের ভবন উন্নয়নে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর্থিকভাবে সহযোগিতার কারনেই এভবনে বসতে পারছি। এরআগে কোন এমপি উন্নয়নে সহযোগিতা করেনি। আগামীতে বারের উন্নয়নে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের সকল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ রইল।