ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন, আ.লীগের ছয়জনের মনোনয়নপত্র উত্তোলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে চুয়াডাঙ্গার জেলা ও উপজেলা পর্যায়ের ছয়জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়নপত্র উঠিয়েছেন। আগামী ২৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দলীয় মনোনয়ন পেতে আগ্রহী নেতারা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শেষ দিন।

এখন পর্যন্ত জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু।

নির্বাচন কমিশনের দেয়া তফশীল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর।

জেলা পরিষদ নির্বাচন আইনানুযায়ী, সংশ্লিষ্ট জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সদস্যরাই জেলা পরিষদ সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগে জেলা পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যসহ ২১ জন নির্দিষ্ট করে দেওয়া ছিল। নতুন সংশোধিত আইনে জেলা পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলার সংখ্যার সমান। আর নারী সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলা চেয়ারম্যানদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ। অর্থাৎ চুয়াডাঙ্গা জেলা পরিষদে, একজন চেয়ারম্যান, চারজন সাধারণ সদস্য ও দুইজন সংরক্ষিত সদস্য পদ থাকছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন, আ.লীগের ছয়জনের মনোনয়নপত্র উত্তোলন

আপলোড টাইম : ০৫:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে চুয়াডাঙ্গার জেলা ও উপজেলা পর্যায়ের ছয়জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়নপত্র উঠিয়েছেন। আগামী ২৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দলীয় মনোনয়ন পেতে আগ্রহী নেতারা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শেষ দিন।

এখন পর্যন্ত জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু।

নির্বাচন কমিশনের দেয়া তফশীল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর।

জেলা পরিষদ নির্বাচন আইনানুযায়ী, সংশ্লিষ্ট জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সদস্যরাই জেলা পরিষদ সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগে জেলা পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যসহ ২১ জন নির্দিষ্ট করে দেওয়া ছিল। নতুন সংশোধিত আইনে জেলা পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলার সংখ্যার সমান। আর নারী সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলা চেয়ারম্যানদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ। অর্থাৎ চুয়াডাঙ্গা জেলা পরিষদে, একজন চেয়ারম্যান, চারজন সাধারণ সদস্য ও দুইজন সংরক্ষিত সদস্য পদ থাকছে।