ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিনের ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আহসান জাব্বিরের পিতা মিনহাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুম মিনহাজ উদ্দিন চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদ পাড়ার মরহুম ইব্রাহিম মণ্ডলের ছোট ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন। গত মঙ্গলবার চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকার ল্যাব এইড হাসপাতালে। সেখানে গত বুধবার তার শরীরে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সাংবাদিক আহসান আলমের ছোট চাচা। ৭ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বড় ভাই চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম গোলাম সরওয়ার, মেজো ভাই চুয়াডাঙ্গা মৎস্য আড়তের প্রতিষ্ঠাতা সদস্য শামসুল হুদা, সেজো ভাই কাওছার আলী মণ্টু এবং চতুর্থ ভাই মরহুম আলী হোসেন। দুই বোন আগেই পরলোকগমন করেছেন। মরহুম মিনহাজ উদ্দিনের ছোট ছেলে আহসান রাকিব বেক্সিমকো গ্রুপের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। একমাত্র মেয়ে অন্তরা বিবাহিত এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এদিকে, সাবেক প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মিনহাজ উদ্দিনের মৃত্যুতে জেলার শিক্ষক মহলসহ গুণীজনেরা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন করা হবে। মরহুমের জানাযায় সর্বস্তরের মানুষকে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিনের ইন্তেকাল

আপলোড টাইম : ০৮:৩৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আহসান জাব্বিরের পিতা মিনহাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুম মিনহাজ উদ্দিন চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদ পাড়ার মরহুম ইব্রাহিম মণ্ডলের ছোট ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন। গত মঙ্গলবার চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকার ল্যাব এইড হাসপাতালে। সেখানে গত বুধবার তার শরীরে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সাংবাদিক আহসান আলমের ছোট চাচা। ৭ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বড় ভাই চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম গোলাম সরওয়ার, মেজো ভাই চুয়াডাঙ্গা মৎস্য আড়তের প্রতিষ্ঠাতা সদস্য শামসুল হুদা, সেজো ভাই কাওছার আলী মণ্টু এবং চতুর্থ ভাই মরহুম আলী হোসেন। দুই বোন আগেই পরলোকগমন করেছেন। মরহুম মিনহাজ উদ্দিনের ছোট ছেলে আহসান রাকিব বেক্সিমকো গ্রুপের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। একমাত্র মেয়ে অন্তরা বিবাহিত এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এদিকে, সাবেক প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মিনহাজ উদ্দিনের মৃত্যুতে জেলার শিক্ষক মহলসহ গুণীজনেরা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন করা হবে। মরহুমের জানাযায় সর্বস্তরের মানুষকে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।