ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাঠে-ঘাটে-হাটে-বাটে তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও রীতিমতো ‘গোলযোগ’ মাধ্যমে পরিণত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের খোঁচাখুঁচিতে। কথায় তৈরি হয়েছে নানা দিক-বাক্য। তবে চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থক ও আর্জেটিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র হয়েও তৈরি হয়নি কথাকাটি বা আলোচনার। ভ্রাতৃত্ব বন্ধনে আনন্দ উল্লাসের খেলা, গোল শূন্য নিয়েও উভয় দলই হয়েছে বিজয়ী। বলছি চুয়াডাঙ্গায় অগ্রণী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রাজিল সমর্থক ও আর্জেটিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচের কথা।
জানা গেছে, অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের সকল শাখায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রাজিল-আর্জেটিনা সমর্থকদের বিশ্বকাপ নিয়ে কমবেশি বিতর্কের তৈরি হয়। কে ভালো কে মন্দ খেলে এ নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে কথার কথা নয়, কাজেই প্রমাণ উদ্দীপনা নিয়ে গতকাল শুক্রবার সকালে ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলাধীন সকল শাখার নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্রাজিল সমর্থক বনাম আর্জেটিনা সমর্থক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ আয়োজনে সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস। টানটান উত্তেজনা নিয়ে সকাল আটটায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (চাঁদমারী মাঠ) খেলা শুরু হয়। প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে মাঠে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। যেখানে প্রায়ই সংবাদের শিরোনাম হয় ব্রাজিল-আর্জেটিনা সমর্থকদের সংঘর্ষ, সেখানে চুয়াডাঙ্গায় দুই সমর্থক দলের খেলা আনন্দ উল্লাসে উপভোগ করেন ব্যাংকের গ্রাহক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষেরা। বিবাদের সম্ভাবনা ছাড়িয়ে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে পরিচালনা কমিটি উভয় দলকে বিজয়ী ঘোষণা করে। ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) এমএইচ জগলুল পাশা ও আর্জেটিনা সমর্থক দলের নেতৃত্ব দেন সিনিয়র অফিসার আনোয়ারুল ইসলাম।

পরে খেলা শেষে দুই দলের হাতেই পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রোকন উদ্দীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান এম এইচ জগলুল পাশা। পুরষ্কার বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এসপিও এএসএম কবির, সাংবাদিক শাহ আলম সনি, মেহেরপুর শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন, বামনপাড়া শাখা ব্যবস্থাপক ফকরুদ্দিন আলী আহমেদ, দর্শনা শাখা ব্যবস্থাপক মাসুদুল হক, আন্দুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক মহিবুল আলম, অগ্রণী ব্যাংকের গ্রাহক আকরামুল হক, আব্দুর রশিদ, মোনাজাত আলী প্রমুখ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্রাজিল সমর্থক দলের প্রদীপ কুমার। খেলাটি পরিচালনা করেন রেজাউল হক জোয়ার্দ্দার।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক

আপলোড টাইম : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: মাঠে-ঘাটে-হাটে-বাটে তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও রীতিমতো ‘গোলযোগ’ মাধ্যমে পরিণত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের খোঁচাখুঁচিতে। কথায় তৈরি হয়েছে নানা দিক-বাক্য। তবে চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থক ও আর্জেটিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র হয়েও তৈরি হয়নি কথাকাটি বা আলোচনার। ভ্রাতৃত্ব বন্ধনে আনন্দ উল্লাসের খেলা, গোল শূন্য নিয়েও উভয় দলই হয়েছে বিজয়ী। বলছি চুয়াডাঙ্গায় অগ্রণী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রাজিল সমর্থক ও আর্জেটিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচের কথা।
জানা গেছে, অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের সকল শাখায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রাজিল-আর্জেটিনা সমর্থকদের বিশ্বকাপ নিয়ে কমবেশি বিতর্কের তৈরি হয়। কে ভালো কে মন্দ খেলে এ নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে কথার কথা নয়, কাজেই প্রমাণ উদ্দীপনা নিয়ে গতকাল শুক্রবার সকালে ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলাধীন সকল শাখার নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্রাজিল সমর্থক বনাম আর্জেটিনা সমর্থক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ আয়োজনে সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস। টানটান উত্তেজনা নিয়ে সকাল আটটায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (চাঁদমারী মাঠ) খেলা শুরু হয়। প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে মাঠে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। যেখানে প্রায়ই সংবাদের শিরোনাম হয় ব্রাজিল-আর্জেটিনা সমর্থকদের সংঘর্ষ, সেখানে চুয়াডাঙ্গায় দুই সমর্থক দলের খেলা আনন্দ উল্লাসে উপভোগ করেন ব্যাংকের গ্রাহক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষেরা। বিবাদের সম্ভাবনা ছাড়িয়ে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে পরিচালনা কমিটি উভয় দলকে বিজয়ী ঘোষণা করে। ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) এমএইচ জগলুল পাশা ও আর্জেটিনা সমর্থক দলের নেতৃত্ব দেন সিনিয়র অফিসার আনোয়ারুল ইসলাম।

পরে খেলা শেষে দুই দলের হাতেই পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রোকন উদ্দীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান এম এইচ জগলুল পাশা। পুরষ্কার বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এসপিও এএসএম কবির, সাংবাদিক শাহ আলম সনি, মেহেরপুর শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন, বামনপাড়া শাখা ব্যবস্থাপক ফকরুদ্দিন আলী আহমেদ, দর্শনা শাখা ব্যবস্থাপক মাসুদুল হক, আন্দুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক মহিবুল আলম, অগ্রণী ব্যাংকের গ্রাহক আকরামুল হক, আব্দুর রশিদ, মোনাজাত আলী প্রমুখ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্রাজিল সমর্থক দলের প্রদীপ কুমার। খেলাটি পরিচালনা করেন রেজাউল হক জোয়ার্দ্দার।