ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ৪ লাখ খেজুরের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনকালে অতিরিক্ত সচিব জাকির হোসেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী চার বছরের জন্য এক কোটি খেজুর চারা, বীজ রোপণ ও গাছ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অধীনে চুয়াডাঙ্গা জেলায় ৪ লাখ চারার বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেজুর গাছের অনেক গুণ আছে। প্রথমত এই গাছে ফল ধরে, রস হয়, সেই রস দিয়ে গুড় তৈরি হয়। গাছ দিয়ে জ্বালানি কাঠ বিক্রয় হয়। এই গাছের ঔষধী গুণ আছে। এর সাথে জড়িত অসংখ্য মানুষের কর্মসংস্থান। তাই সরকার সারাদেশে এক কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আমরা চুয়াডাঙ্গা জেলায় ৪ লাখ খেজুর গাছের চারা রোপণ করব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি ডেভলপমেন্ট অ্যান্ড ফাউন্ডেশনের সহসভাপতি প্রকৌশলী সহিদ রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, হেরিটেজ স্টাডি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝিনাইদহের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহরুজ্জামান সবুজ।
হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আলমডাঙ্গার সাধারণ সম্পাদক রেজাউল হক লাভলুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী রবিউল হক, ডাউকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল আলম মণ্টু, শিক্ষক রুহুল আমিন, আপনজন স্কুলের শিক্ষক জেসমিন আরা, উম্মে কুলসুম বৃষ্টি, শান্তা খাতুন, পারভীন নাহার, রিতা রানী বিশ্বাস, সাজেদা খাতুন, সমাজকর্মী শাজাহান আলী খান, রইচ উদ্দিন, রমজান আলী, রাশেদুল ইসলাম রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পৌরসভা চত্বরে খেজুর গাছের চারা লাগিয়ে পরে আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করেন। বধ্যভূমির রাস্তার দুই পাশে গাছ লাগিয়ে শুভ উদ্বোধন করেন। এসময় পৌর মেয়রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ৪ লাখ খেজুরের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনকালে অতিরিক্ত সচিব জাকির হোসেন

আপলোড টাইম : ০৭:২০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী চার বছরের জন্য এক কোটি খেজুর চারা, বীজ রোপণ ও গাছ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অধীনে চুয়াডাঙ্গা জেলায় ৪ লাখ চারার বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেজুর গাছের অনেক গুণ আছে। প্রথমত এই গাছে ফল ধরে, রস হয়, সেই রস দিয়ে গুড় তৈরি হয়। গাছ দিয়ে জ্বালানি কাঠ বিক্রয় হয়। এই গাছের ঔষধী গুণ আছে। এর সাথে জড়িত অসংখ্য মানুষের কর্মসংস্থান। তাই সরকার সারাদেশে এক কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আমরা চুয়াডাঙ্গা জেলায় ৪ লাখ খেজুর গাছের চারা রোপণ করব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেরিটেজ স্টাডি ডেভলপমেন্ট অ্যান্ড ফাউন্ডেশনের সহসভাপতি প্রকৌশলী সহিদ রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, হেরিটেজ স্টাডি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝিনাইদহের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহরুজ্জামান সবুজ।
হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আলমডাঙ্গার সাধারণ সম্পাদক রেজাউল হক লাভলুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী রবিউল হক, ডাউকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল আলম মণ্টু, শিক্ষক রুহুল আমিন, আপনজন স্কুলের শিক্ষক জেসমিন আরা, উম্মে কুলসুম বৃষ্টি, শান্তা খাতুন, পারভীন নাহার, রিতা রানী বিশ্বাস, সাজেদা খাতুন, সমাজকর্মী শাজাহান আলী খান, রইচ উদ্দিন, রমজান আলী, রাশেদুল ইসলাম রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পৌরসভা চত্বরে খেজুর গাছের চারা লাগিয়ে পরে আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করেন। বধ্যভূমির রাস্তার দুই পাশে গাছ লাগিয়ে শুভ উদ্বোধন করেন। এসময় পৌর মেয়রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।