ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বালিকাদের কাবাডি খেলার মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক ফিরোজ উদ্দীন, শামসুন্নাহার শিলা, মহসিন কামাল, বকুল হোসেন, রেজাউল ইসলাম, পলাশ উদ্দিন ও আব্দুল হাই। একই ভেন্যুতে বালক-বালিকদের কাবাডি প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়। বালিকা কাবডিতে সরোজগঞ্জ সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমবারের মতো বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া কাবাডি বালকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবায় বালক সিনিয়র গ্রুপে ভিক্টোরিয়া জুবলী উচ্চবিদ্যালয়, জুনিয়র গ্রুপে জীবননগর থানা পাইলট, বালিকা সিনিয়র গ্রুপে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জুনিয়র গ্রুপে আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক-বালিকা কাবাডি ও দাবা খেলা পরিচালনায় নেতৃত্ব দেন ইসলাম রকিব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড টাইম : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বালিকাদের কাবাডি খেলার মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক ফিরোজ উদ্দীন, শামসুন্নাহার শিলা, মহসিন কামাল, বকুল হোসেন, রেজাউল ইসলাম, পলাশ উদ্দিন ও আব্দুল হাই। একই ভেন্যুতে বালক-বালিকদের কাবাডি প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়। বালিকা কাবডিতে সরোজগঞ্জ সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমবারের মতো বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া কাবাডি বালকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবায় বালক সিনিয়র গ্রুপে ভিক্টোরিয়া জুবলী উচ্চবিদ্যালয়, জুনিয়র গ্রুপে জীবননগর থানা পাইলট, বালিকা সিনিয়র গ্রুপে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জুনিয়র গ্রুপে আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক-বালিকা কাবাডি ও দাবা খেলা পরিচালনায় নেতৃত্ব দেন ইসলাম রকিব।