ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় ৫১ জনের দেহে করোনা শনাক্ত, কপালে চিন্তার ভাঁজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩০৬ জনে। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ২৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে নতুন ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এদিন কেউ সুস্থতার সনদ পাননি। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৩ জন। নতুন যে ৫১ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৩০ জন, দামুড়হুদা উপজেলার ৭ জন এবং জীবননগরে ১৪ রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু নেই বললেই চলে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১৩ রোগী ভর্তি আছে। চলতি মাসে কতজন করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ২০৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় ৫১ জনের দেহে করোনা শনাক্ত, কপালে চিন্তার ভাঁজ

আপলোড টাইম : ০৩:২৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩০৬ জনে। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ২৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে নতুন ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এদিন কেউ সুস্থতার সনদ পাননি। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৩ জন। নতুন যে ৫১ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৩০ জন, দামুড়হুদা উপজেলার ৭ জন এবং জীবননগরে ১৪ রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু নেই বললেই চলে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১৩ রোগী ভর্তি আছে। চলতি মাসে কতজন করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ২০৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন।