ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় হারপিক পানে নারীর মৃত্যুর অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে হারপিক পানে মরজিনা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা প্রায় তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত মরজিনা বেগম জীবননগর উপজেলার হাসাদহ বাজার এলাকার হাজী রকিবুদ্দীন মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুর দুইটার পরে পরিবারের সদস্যরা মরজিনা বেগমকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় পরিবারের সদস্যরা মরজিনা খাতুন বিষ পান করেছে বলে জরুরি বিভাগের চিকিৎসককে জানায়। মরজিনার অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মরজিনা বেগমের বড় ছেলের বউ ফারহানা সুলতানা বলেন, আমার শ্বাশুড়ি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। আজ (গতকাল শনিবার) দুপুর ১২ টার দিকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এসময় তার মুখে হারপিক লেগে থাকা দেখতে পেয়ে জানতে পারি তিনি হারপিক খেয়ে ফেলেছেন। পরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। এর কিছুক্ষন পরে সেবিকারা জানায় আমার শ্বাশুড়ি মারা গেছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘দুপুর সৌয়া দুইটার দিকে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় মরজিনা বেগমকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তিনি মানুসিক অসুস্থ, ভুল করে হারপিক খেয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়েছে। অপমৃত্য হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মরজিনা বেগম। এরই মধ্যে আজ (গতকাল) নিজ বাড়ি থেকে হারপিক পান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা ওই নারীকে সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় হারপিক পানে নারীর মৃত্যুর অভিযোগ

আপলোড টাইম : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে হারপিক পানে মরজিনা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা প্রায় তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত মরজিনা বেগম জীবননগর উপজেলার হাসাদহ বাজার এলাকার হাজী রকিবুদ্দীন মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুর দুইটার পরে পরিবারের সদস্যরা মরজিনা বেগমকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় পরিবারের সদস্যরা মরজিনা খাতুন বিষ পান করেছে বলে জরুরি বিভাগের চিকিৎসককে জানায়। মরজিনার অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মরজিনা বেগমের বড় ছেলের বউ ফারহানা সুলতানা বলেন, আমার শ্বাশুড়ি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। আজ (গতকাল শনিবার) দুপুর ১২ টার দিকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এসময় তার মুখে হারপিক লেগে থাকা দেখতে পেয়ে জানতে পারি তিনি হারপিক খেয়ে ফেলেছেন। পরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। এর কিছুক্ষন পরে সেবিকারা জানায় আমার শ্বাশুড়ি মারা গেছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘দুপুর সৌয়া দুইটার দিকে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় মরজিনা বেগমকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তিনি মানুসিক অসুস্থ, ভুল করে হারপিক খেয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়েছে। অপমৃত্য হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মরজিনা বেগম। এরই মধ্যে আজ (গতকাল) নিজ বাড়ি থেকে হারপিক পান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা ওই নারীকে সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’