ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার মামুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে সংশ্লিষ্টদের সম্মিলনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন্সের ড্রিল-শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানের শুরুতে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং সকলের মাঝে সম্প্রীতি বজায় রাখার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তরীয় পড়িয়ে দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, সার্বজনীন দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মণ্ডপে মণ্ডপে বেশকিছু নির্দেশনা রয়েছে। পুরো মন্দির এলাকা সিসিটিভির আওতায় আনতে হবে। স্বেচ্ছাসেবকদের সাথে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সার্বক্ষণিক মন্দিরে নজর রাখতে হবে। আজান ও নামাজের সময়ে শব্দের ব্যবহারে বিশেষ দৃষ্টি রাখতে হবে। প্রাক পূজার এ সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে নানা ধরনের গুজব ছড়ায়। এ গুজবে কান দেওয়া যাবে না। গুজব প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধে প্রতিরোধযোদ্ধা হিসেবে একসাথে কাজ করতে হবে। তবেই বিনাশ হবে সকল অশুভ শক্তির।

পূজা উদযাপন সুষ্ঠুভাবে শেষ করতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়ে এসপি মামুন বলেন, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনএসআই’র সহকারী পরিচালক জিএম জামিল সিদ্দিকী, বাংলাদেশ ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি, হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীকর চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশরাফ আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং আলমডাঙ্গা উপজেলা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমল কুমার বিশ্বাস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুস্তফা কামাল কাশেমি, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দামুড়হুদা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যসচিব সঞ্জয় হালদার, জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার প্রমুখ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেনসহ চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা থানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল থানা এলাকার পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার মামুন

আপলোড টাইম : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে সংশ্লিষ্টদের সম্মিলনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন্সের ড্রিল-শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানের শুরুতে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং সকলের মাঝে সম্প্রীতি বজায় রাখার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তরীয় পড়িয়ে দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, সার্বজনীন দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মণ্ডপে মণ্ডপে বেশকিছু নির্দেশনা রয়েছে। পুরো মন্দির এলাকা সিসিটিভির আওতায় আনতে হবে। স্বেচ্ছাসেবকদের সাথে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সার্বক্ষণিক মন্দিরে নজর রাখতে হবে। আজান ও নামাজের সময়ে শব্দের ব্যবহারে বিশেষ দৃষ্টি রাখতে হবে। প্রাক পূজার এ সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে নানা ধরনের গুজব ছড়ায়। এ গুজবে কান দেওয়া যাবে না। গুজব প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধে প্রতিরোধযোদ্ধা হিসেবে একসাথে কাজ করতে হবে। তবেই বিনাশ হবে সকল অশুভ শক্তির।

পূজা উদযাপন সুষ্ঠুভাবে শেষ করতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়ে এসপি মামুন বলেন, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনএসআই’র সহকারী পরিচালক জিএম জামিল সিদ্দিকী, বাংলাদেশ ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি, হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীকর চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশরাফ আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং আলমডাঙ্গা উপজেলা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমল কুমার বিশ্বাস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুস্তফা কামাল কাশেমি, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দামুড়হুদা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যসচিব সঞ্জয় হালদার, জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার প্রমুখ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেনসহ চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা থানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল থানা এলাকার পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।