ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নয়মাইলে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (২৪) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম (৩০)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় অজ্ঞাত যুবকসহ মোটরসাইকেল চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন ও রফিকুল ইসলামকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। জখম মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত গোলাম দরবেশের ছেলে।

জানা যায়, গতকাল রাতে চুয়াডাঙ্গার দশমাইল বাজার থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে ফিরছিলেন রফিকুল ইসলাম। পথের মধ্যে নয়মাইল নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পথচারীর সঙ্গে তাঁর ধাক্কা লাগে। মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত যুবক রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। একই সময়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে চালক রফিকুলও জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষা-নিরীক্ষা করে অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন ও রফিকুল ইসলামকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা মোটরসাইকেল দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেয়। এর মধ্যে অজ্ঞাত পরিচয়ের যুবককের নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় জখম অপর ব্যক্তির শরীরে কাটা ছেলাসহ জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, সদর থানাথীন নয়মাইল নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয়ে লাশটিকে হাসপাতালে লাশঘরে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকও গুরুতর জখম হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আপলোড টাইম : ০৮:১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নয়মাইলে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (২৪) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম (৩০)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় অজ্ঞাত যুবকসহ মোটরসাইকেল চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন ও রফিকুল ইসলামকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। জখম মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত গোলাম দরবেশের ছেলে।

জানা যায়, গতকাল রাতে চুয়াডাঙ্গার দশমাইল বাজার থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে ফিরছিলেন রফিকুল ইসলাম। পথের মধ্যে নয়মাইল নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পথচারীর সঙ্গে তাঁর ধাক্কা লাগে। মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত যুবক রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। একই সময়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে চালক রফিকুলও জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষা-নিরীক্ষা করে অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন ও রফিকুল ইসলামকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা মোটরসাইকেল দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেয়। এর মধ্যে অজ্ঞাত পরিচয়ের যুবককের নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় জখম অপর ব্যক্তির শরীরে কাটা ছেলাসহ জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, সদর থানাথীন নয়মাইল নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয়ে লাশটিকে হাসপাতালে লাশঘরে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকও গুরুতর জখম হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।