ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পাখিভ্যান চালক জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হায়বাত আলী (৬০) নামের এক বৃদ্ধ পাখিভ্যান চালক গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থা বৃদ্ধ হায়রাত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত হায়বাত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে পাখিভ্যানযোগে হান্নান মিয়ার রড সিমেন্ট দোকান হতে সিমেন্ট নিয়ে বাদুরতলার অভিমুখে যাচ্ছিল। পথের মধ্যে টাউন ফুটবল মাঠের সামনে পৌঁছালে একাডেমি মোড় অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক হায়বাত আলী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় হায়বাত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার পড়ে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় এক বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। তবে আহত বৃদ্ধর জখম গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পাখিভ্যান চালক জখম

আপলোড টাইম : ০৯:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হায়বাত আলী (৬০) নামের এক বৃদ্ধ পাখিভ্যান চালক গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থা বৃদ্ধ হায়রাত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত হায়বাত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে পাখিভ্যানযোগে হান্নান মিয়ার রড সিমেন্ট দোকান হতে সিমেন্ট নিয়ে বাদুরতলার অভিমুখে যাচ্ছিল। পথের মধ্যে টাউন ফুটবল মাঠের সামনে পৌঁছালে একাডেমি মোড় অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক হায়বাত আলী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় হায়বাত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার পড়ে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় এক বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। তবে আহত বৃদ্ধর জখম গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।