ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ হুজুর আলী (২৬) নামের এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় ব্রিজের নীচে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাঁকে সাজাপ্রদানসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্ত হুজুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাদেক আলী মল্লিকপাড়ার ইমান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন, সহকারী উপ-পরিদর্শক সৈয়ম মনিরুজ্জামন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকরিবোধী অভিযান চালায়। এসময় দৌলতদিয়াড় ব্রিজের নীচ থেকে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুজুর আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড টাইম : ০২:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ হুজুর আলী (২৬) নামের এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় ব্রিজের নীচে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাঁকে সাজাপ্রদানসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্ত হুজুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাদেক আলী মল্লিকপাড়ার ইমান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন, সহকারী উপ-পরিদর্শক সৈয়ম মনিরুজ্জামন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকরিবোধী অভিযান চালায়। এসময় দৌলতদিয়াড় ব্রিজের নীচ থেকে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুজুর আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।