ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / ৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মশুর উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সবুজ বিপ্লবের। সার, বীজের অভাবে এক সময় বাংলাদেশের মানুষ ঠিকমতো কৃষিকাজ করতে পারতো না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষিতে বিপ্লব ঘটাতে শুরু করেছে। এখন আর সার-বীজের সংকট নেই। আগে জমিতে বছরে একবার মাত্র ফসল ফলাতো। বর্তমানে বছরে ৫ থেকে ৬ বার ফসল ফলায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর ও চুয়াডাঙ্গা সদর

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম। বক্তব্য দেন গাড়াবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল লতিফ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুরের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম জোয়ার্দ্দার লোটাস প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও হাজি আলী আজগার টগর কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদরের ২ হাজার ৫৮৫ জন কৃষককে এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩০ লাখ টাকার উপকরণ প্রদান করা হচ্ছে। প্রত্যেক কৃষককে, ভুট্টা চাষের জন্য ২ কেজি এফ-১ হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিওপি সার. ১০ কেজি এমওপি সার এবং মশুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে দেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৯:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মশুর উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সবুজ বিপ্লবের। সার, বীজের অভাবে এক সময় বাংলাদেশের মানুষ ঠিকমতো কৃষিকাজ করতে পারতো না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষিতে বিপ্লব ঘটাতে শুরু করেছে। এখন আর সার-বীজের সংকট নেই। আগে জমিতে বছরে একবার মাত্র ফসল ফলাতো। বর্তমানে বছরে ৫ থেকে ৬ বার ফসল ফলায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর ও চুয়াডাঙ্গা সদর

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম। বক্তব্য দেন গাড়াবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল লতিফ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুরের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম জোয়ার্দ্দার লোটাস প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও হাজি আলী আজগার টগর কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদরের ২ হাজার ৫৮৫ জন কৃষককে এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩০ লাখ টাকার উপকরণ প্রদান করা হচ্ছে। প্রত্যেক কৃষককে, ভুট্টা চাষের জন্য ২ কেজি এফ-১ হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিওপি সার. ১০ কেজি এমওপি সার এবং মশুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে দেওয়া হবে।