ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বর্ণিল আয়োজনে শুভ বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:১৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে বেশি খ্রিস্টান সম্প্রদায়ের লোক বাস করে কার্পাসডাঙ্গায়। তবে এবারেও বিশ্বব্যাপী করোনার মহামারির কারণে প্রশাসনের নির্দেশ মোতাবেক সেখানে সীমিতভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গায় ডিহি কৃষ্ণপুরের খ্রিস্ট জয়ন্তী গির্জা, খেজুরার সেন্ট জেমস্ চার্চ, সেভেস্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ, চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এজি চার্চ, দামুড়হুদা কার্পাসডাঙ্গা ক্রাইস্ট চার্চ, কার্পাসডাঙ্গা যিশু হৃদয় গির্জায়, কার্পাসডাঙ্গা শান্তি রাণী গির্জা, বাঘাডাঙ্গা এজি চার্চ, প্রেসবিটারিয়ান চার্চ, দর্শনা কেরু এন্ড কোং সেন্ট পলস্ চার্চ এ এবারও বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সেই নারীই হলেন কুমারী মেরি- মুসলমানদের কাছে যিনি পরিচিত বিবি মরিয়ম হিসেবে। ধর্মবিশ্বাস বলে, ‘ঈশ্বরের অনুগ্রহে ও অলৌকিক ক্ষমতায়’ মেরি কুমারী হওয়া সত্ত্বেও গর্ভবতী হন। ঈশ্বরের দূত গ্যাব্রিয়েলের (জিব্রাইল) কথা মতো শিশুটির নাম রাখা হয় যিশাস, যা বাংলায় ‘যিশু’। ধর্মের শিক্ষাভ্রষ্ট তৎকালীন ইহুদি সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে আবির্ভূত এ শিশুটিই বড় হয়ে খ্রিস্টধর্ম প্রচার করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বর্ণিল আয়োজনে শুভ বড়দিন উদযাপন

আপলোড টাইম : ০৫:১৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে বেশি খ্রিস্টান সম্প্রদায়ের লোক বাস করে কার্পাসডাঙ্গায়। তবে এবারেও বিশ্বব্যাপী করোনার মহামারির কারণে প্রশাসনের নির্দেশ মোতাবেক সেখানে সীমিতভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গায় ডিহি কৃষ্ণপুরের খ্রিস্ট জয়ন্তী গির্জা, খেজুরার সেন্ট জেমস্ চার্চ, সেভেস্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ, চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এজি চার্চ, দামুড়হুদা কার্পাসডাঙ্গা ক্রাইস্ট চার্চ, কার্পাসডাঙ্গা যিশু হৃদয় গির্জায়, কার্পাসডাঙ্গা শান্তি রাণী গির্জা, বাঘাডাঙ্গা এজি চার্চ, প্রেসবিটারিয়ান চার্চ, দর্শনা কেরু এন্ড কোং সেন্ট পলস্ চার্চ এ এবারও বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সেই নারীই হলেন কুমারী মেরি- মুসলমানদের কাছে যিনি পরিচিত বিবি মরিয়ম হিসেবে। ধর্মবিশ্বাস বলে, ‘ঈশ্বরের অনুগ্রহে ও অলৌকিক ক্ষমতায়’ মেরি কুমারী হওয়া সত্ত্বেও গর্ভবতী হন। ঈশ্বরের দূত গ্যাব্রিয়েলের (জিব্রাইল) কথা মতো শিশুটির নাম রাখা হয় যিশাস, যা বাংলায় ‘যিশু’। ধর্মের শিক্ষাভ্রষ্ট তৎকালীন ইহুদি সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে আবির্ভূত এ শিশুটিই বড় হয়ে খ্রিস্টধর্ম প্রচার করেন।