ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষক কর্তৃক মারধরের ঘটনায় শিক্ষকদের ক্লাস বর্জন ও শিক্ষার্থীদের মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / ১৪ বার পড়া হয়েছে

আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজাকে মারধর করার প্রতিবাদে অন্য শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। এছাড়া অভিযুক্ত প্রধান শিক্ষক নাহারুল ইসলামের বিরুদ্ধে বিচার ও বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নানা ধরণের স্লোগান লেখা ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষকের অপসারণ এবং তার বিচারের দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ক্লাস বর্জন করবেন বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ জানান।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, আন্তঃস্কুল ফুটবল ও কাবাডি টুর্নামেন্টে এ বছর ভালো মানের খেলা উপহার দিয়েছে বিদ্যালয়টি। ফুটবলে হারলেও কাবাডিতে উপজেলা পর্যায়ে পৌঁছেছে এই বিদ্যালয়। খেলোয়াড় ছাত্রদের জন্য পরিধানের নতুন জার্সি চাওয়ায় ক্ষোভে ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে স্কেল দিয়ে বেধড়ক মারধর করেছেন প্রধান শিক্ষক নাহারুল ইসলাম। এর আগে ক্রীড়া শিক্ষককে এসে খেলার মাঠ থেকে কাবাডি খেলোয়াড়দের নিয়ে যাওয়ার কথা বলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। সে সময় পুরোনো খরচপাতির কথা তুলে ধরে খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনীহা প্রকাশ করেন তিনি। পরে তা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে স্টিলের স্কেল দিয়ে মারধর করেন প্রধান শিক্ষক। পরে মারামারি ঠেকাতে গিয়ে শামীম রেজা নামের আরেক শিক্ষকও আঘাতপ্রাপ্ত হোন।

এবিষয়ে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার আমাকে ‘মূর্খ’ বলে সম্বোধন করেছিলেন।’ তিনি এমন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার বলেন, ‘জার্সি কেনার কথা বলায় তিনি পুরাতন জার্সি দিয়ে খেলানোর কথা বলেন। নতুন জার্সি চাওয়ায় এমন আক্রমণ করেন প্রধান শিক্ষক নাহারুল ইসলাম।’ তবে বিদ্যালয়ের সকলের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করায় যেন তার অভ্যাসে পরিণত হয়েছে বলেও অভিেিযাগ তার।
এদিকে, গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামকে এ অপ্রীতিকর ঘটনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
অন্যদিকে, দুইজন শিক্ষককে বেধড়ক মারধরের ঘটনার পর শিক্ষকদের নানা ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলে চুয়াডাঙ্গা সদরের তেঘরি গ্রামের মাসুরা খাতুন টুনির বিরুদ্ধে দর্শনা থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার।

এছাড়া প্রধান শিক্ষকের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালেও বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন করবেন বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষক কর্তৃক মারধরের ঘটনায় শিক্ষকদের ক্লাস বর্জন ও শিক্ষার্থীদের মানববন্ধন

আপলোড টাইম : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজাকে মারধর করার প্রতিবাদে অন্য শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। এছাড়া অভিযুক্ত প্রধান শিক্ষক নাহারুল ইসলামের বিরুদ্ধে বিচার ও বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নানা ধরণের স্লোগান লেখা ফেস্টুন নিয়ে প্রধান শিক্ষকের অপসারণ এবং তার বিচারের দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ক্লাস বর্জন করবেন বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ জানান।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, আন্তঃস্কুল ফুটবল ও কাবাডি টুর্নামেন্টে এ বছর ভালো মানের খেলা উপহার দিয়েছে বিদ্যালয়টি। ফুটবলে হারলেও কাবাডিতে উপজেলা পর্যায়ে পৌঁছেছে এই বিদ্যালয়। খেলোয়াড় ছাত্রদের জন্য পরিধানের নতুন জার্সি চাওয়ায় ক্ষোভে ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে স্কেল দিয়ে বেধড়ক মারধর করেছেন প্রধান শিক্ষক নাহারুল ইসলাম। এর আগে ক্রীড়া শিক্ষককে এসে খেলার মাঠ থেকে কাবাডি খেলোয়াড়দের নিয়ে যাওয়ার কথা বলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। সে সময় পুরোনো খরচপাতির কথা তুলে ধরে খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনীহা প্রকাশ করেন তিনি। পরে তা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে স্টিলের স্কেল দিয়ে মারধর করেন প্রধান শিক্ষক। পরে মারামারি ঠেকাতে গিয়ে শামীম রেজা নামের আরেক শিক্ষকও আঘাতপ্রাপ্ত হোন।

এবিষয়ে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার আমাকে ‘মূর্খ’ বলে সম্বোধন করেছিলেন।’ তিনি এমন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার বলেন, ‘জার্সি কেনার কথা বলায় তিনি পুরাতন জার্সি দিয়ে খেলানোর কথা বলেন। নতুন জার্সি চাওয়ায় এমন আক্রমণ করেন প্রধান শিক্ষক নাহারুল ইসলাম।’ তবে বিদ্যালয়ের সকলের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করায় যেন তার অভ্যাসে পরিণত হয়েছে বলেও অভিেিযাগ তার।
এদিকে, গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামকে এ অপ্রীতিকর ঘটনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
অন্যদিকে, দুইজন শিক্ষককে বেধড়ক মারধরের ঘটনার পর শিক্ষকদের নানা ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলে চুয়াডাঙ্গা সদরের তেঘরি গ্রামের মাসুরা খাতুন টুনির বিরুদ্ধে দর্শনা থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার।

এছাড়া প্রধান শিক্ষকের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালেও বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন করবেন বলে জানা গেছে।