ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় তিন মাদক ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন্ মেয়াদে সাজা প্রদান করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামান। সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনার আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী (৪২), একই এলাকার ইসরাফিল মন্ডলের স্ত্রী জাহিমা খাতুন (৪৫) এবং দক্ষিণ চাঁদপুর টাওয়ার পাড়ার সুলতানের ছেলে কালু মিয়া (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেলা ১ টার পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় শাহজাহান আলীর বাড়ি থেকে ১০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয় এবং জাহিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। দুপুরে কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাহান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা, জাহিমা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা এবং কালু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন পেশকার আব্দুল লতিফ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় তিন মাদক ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

আপলোড টাইম : ০১:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন্ মেয়াদে সাজা প্রদান করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামান। সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনার আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী (৪২), একই এলাকার ইসরাফিল মন্ডলের স্ত্রী জাহিমা খাতুন (৪৫) এবং দক্ষিণ চাঁদপুর টাওয়ার পাড়ার সুলতানের ছেলে কালু মিয়া (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেলা ১ টার পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় শাহজাহান আলীর বাড়ি থেকে ১০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয় এবং জাহিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। দুপুরে কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাহান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা, জাহিমা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা এবং কালু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন পেশকার আব্দুল লতিফ।