ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় শরীফুজ্জামান শরীফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খআবার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল রোববার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর বাদ মাগরিব জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তারুণ্যের অহংকার দেশনায়কতারেক রহমান হলেন আওয়ামী লীগের জন্য মূর্ত্যমান আতঙ্ক। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন, ভোটচোর আওয়ামী লীগ সেটাই ভয় পায়। ষড়যন্ত্রকারীরা তারেক রহমানকে চিরতরে পঙ্গু করতে চাইলেও ব্যর্থ হয়েছে। বর্তমান অবৈধ সরকার জনগণের ভোটচুরি করে ক্ষমতা দখল করে আছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশনায়ক তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে গণআন্দোলন ছাড়া আর কোনো পথ নাই।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু একটা সুযোগ একটা পরিবেশের অপেক্ষায় আছি। একটি গণজাগরণের মধ্যদিয়ে এই সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে আমাদের নেতা তারেক রহমান সুন্দর পরিবেশে দেশে ফিরে আসতে পারবেন। গণতন্ত্র ফেরাতে পারলে জনগণের স্বপ্ন তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন তা বাস্তবায়ন করতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, সাধারণ সম্পাদক মো আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান মাগরিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম ও জেলা ওলমা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় শরীফুজ্জামান শরীফ

আপলোড টাইম : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খআবার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল রোববার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর বাদ মাগরিব জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তারুণ্যের অহংকার দেশনায়কতারেক রহমান হলেন আওয়ামী লীগের জন্য মূর্ত্যমান আতঙ্ক। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন, ভোটচোর আওয়ামী লীগ সেটাই ভয় পায়। ষড়যন্ত্রকারীরা তারেক রহমানকে চিরতরে পঙ্গু করতে চাইলেও ব্যর্থ হয়েছে। বর্তমান অবৈধ সরকার জনগণের ভোটচুরি করে ক্ষমতা দখল করে আছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশনায়ক তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে গণআন্দোলন ছাড়া আর কোনো পথ নাই।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু একটা সুযোগ একটা পরিবেশের অপেক্ষায় আছি। একটি গণজাগরণের মধ্যদিয়ে এই সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে আমাদের নেতা তারেক রহমান সুন্দর পরিবেশে দেশে ফিরে আসতে পারবেন। গণতন্ত্র ফেরাতে পারলে জনগণের স্বপ্ন তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন তা বাস্তবায়ন করতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, সাধারণ সম্পাদক মো আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান মাগরিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম ও জেলা ওলমা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান।