ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাইদঘাটে ট্রেনের ধাক্কায় কালু হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে গাইদঘাট পুরাতন রেলস্টেশনের নিকটবর্তী ৮০ মাইলের মোড়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত কালু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের মথুরাপুরপাড়ার মৃত মোজাম মণ্ডলের ছেলে।

জানা যায়, গতকাল দুপুরে সাইকেলযোগে সার নিয়ে গাইদঘাট মাঠে নিজের কৃষি জমিতে সার দেওয়ার জন্য যাচ্ছিলেন কালু হোসেন। লাইনের ধার দিয়ে যাওয়ার সময় গাইদঘাট পুরাতন রেলস্টেশনের নিকটবর্তী ৮০ মাইলের মোড়ে পৌঁছালে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মাঠে ছাগল খাওয়ানোর সময় এক নারী তাকে দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। বিকেল ৫টা ১০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কালু হোসেনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান রুমি বলেন, ‘বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা কালু হোসেনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় জরুরি বিভাগে নেয়। কালু হোসেনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গার কর্তব্যরত স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা স্টেশনে প্রভেম করে। পরবর্তীতে জানতে পেরেছি বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গাইদঘাটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ০৭:২০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাইদঘাটে ট্রেনের ধাক্কায় কালু হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে গাইদঘাট পুরাতন রেলস্টেশনের নিকটবর্তী ৮০ মাইলের মোড়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত কালু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের মথুরাপুরপাড়ার মৃত মোজাম মণ্ডলের ছেলে।

জানা যায়, গতকাল দুপুরে সাইকেলযোগে সার নিয়ে গাইদঘাট মাঠে নিজের কৃষি জমিতে সার দেওয়ার জন্য যাচ্ছিলেন কালু হোসেন। লাইনের ধার দিয়ে যাওয়ার সময় গাইদঘাট পুরাতন রেলস্টেশনের নিকটবর্তী ৮০ মাইলের মোড়ে পৌঁছালে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মাঠে ছাগল খাওয়ানোর সময় এক নারী তাকে দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। বিকেল ৫টা ১০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কালু হোসেনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান রুমি বলেন, ‘বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা কালু হোসেনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় জরুরি বিভাগে নেয়। কালু হোসেনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গার কর্তব্যরত স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা স্টেশনে প্রভেম করে। পরবর্তীতে জানতে পেরেছি বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গাইদঘাটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’