ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / ৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মঞ্জুর হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মঞ্জুর ছোটশলুয়া গ্রামের মাঝেরপাড়ার আব্দুল বারেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুরের বাড়ির সীমানার মধ্যে তারই নিকট আত্মীয় মৃত আদম আলীর ছেলে মিজানুর রহমান ১৫ দিন পূর্বে টিউবওয়েলের জন্য পাইপ স্থাপন করেছে। গতকাল ঠিক সেখানেই নিজের বাড়ির জন্যও টিউবওয়েল স্থাপন করার কাজ শুরু করে মঞ্জুর। এসময় পাশাপাশি পাইপ স্থাপন করা নিয়ে মঞ্জুরের সঙ্গে মিজানুরের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মিজানুর রহমান একটি জিআই পাইপ দিয়ে মঞ্জুরের মাথায় আঘাত করে। এতে মঞ্জুর রহমান গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা মঞ্জুরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পরিবারের সদস্যরা জখম অবস্থায় মঞ্জুরকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে দুইটি সেলাই দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখম

আপলোড টাইম : ১২:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মঞ্জুর হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মঞ্জুর ছোটশলুয়া গ্রামের মাঝেরপাড়ার আব্দুল বারেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুরের বাড়ির সীমানার মধ্যে তারই নিকট আত্মীয় মৃত আদম আলীর ছেলে মিজানুর রহমান ১৫ দিন পূর্বে টিউবওয়েলের জন্য পাইপ স্থাপন করেছে। গতকাল ঠিক সেখানেই নিজের বাড়ির জন্যও টিউবওয়েল স্থাপন করার কাজ শুরু করে মঞ্জুর। এসময় পাশাপাশি পাইপ স্থাপন করা নিয়ে মঞ্জুরের সঙ্গে মিজানুরের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মিজানুর রহমান একটি জিআই পাইপ দিয়ে মঞ্জুরের মাথায় আঘাত করে। এতে মঞ্জুর রহমান গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা মঞ্জুরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পরিবারের সদস্যরা জখম অবস্থায় মঞ্জুরকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে দুইটি সেলাই দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’