ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবসের আলোচনা, সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদাাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় শহীদ আলাউল হলে সাহিত্য প্রতিযোগিতা শুরু হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রতিযোগিতা ৫টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। শিশু বিভাগ, ক-বিভাগ, খ-বিভাগ, গ-বিভাগ এবং ঘ-বিভাগে কিন্ডারগার্টেন, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের আনুমানিক তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের চত্বর মুখরিত হয়ে উঠেছিল। শিশু বিভাগে চিত্রাঙ্কনে ১ম স্থান অধিকার করে ফাতিহা জান্নাত রোজ, ২য় স্থান নিশাত করিম লামিশা ও ৩য় স্থানে জান্নাতুল জীম, হস্তলিখনে ১ম স্থান নিশাত করিম লামিশা, ২য় স্থানে মাহিমা আক্তার কণা ও ৩য় স্থানে রাসিম। ক-বিভাগ আবৃত্তিতে ১ম স্থান সাফ্রিন ইসলাম, ২য় স্থানে আফিয়া আক্তার মিলি ও ৩য় স্থানে নোশিন নাওয়ান রেবতী, চিত্রাঙ্কনে ১ম স্থান নাহিয়ান সরকার, ২য় স্থান সানজিদা জামান ও ৩য় স্থান নাবিহা তাহসীন নওমী। খ-বিভাগ আবৃত্তিতে মাহিয়া মাহি, ২য় স্থান জেরিন তাসনিম ও ৩য় ফারিহা হক প্রত্যাশা, চিত্রাঙ্কনে ১ম স্থান জেরিন তাসনিম, ২য় স্থান হামীম ইবনে কফিন ও ৩য় স্থানে ড্যাফোডিল পারভেজ।
গ-বিভাগ আবৃত্তিতে ১ম স্থান ফারিহা লামিছা, ২য় স্থান মাফিয়াতুল জান্নাত মেধা ও ৩য় নুসরাত জাহান তমা, শ্রুতিলিখনে ১ম স্থান ফারিহা লামিছা, ২য় স্থান মাফিয়াতুল জান্নাত মেধা ও ৩য় স্থান ইনতিশিয়ার আহমেদ নাসিম। ঘ-বিভাগ আবৃত্তিতে ১ম স্থান ফারিহা হক, ২য় স্থান তৌহিদ আকবর অন্তু ও ৩য় স্থান হুমায়ারা শবনম কবীর, সাধারণ জ্ঞানে ১ম স্থান লাবিবা তানজীম প্রিয়ন্তী, ২য় মো. মানিক ও শাহরিয়ার রাবিদ জয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম কবীর মুকুল, রিচার্ড রহমান, আনছার আলী, সুমন ইকবাল, ইব্রাহিম খলিল, আহাদ আলী মোল্লা, হোসেন মোহাম্মদ ফারুক, আবুল কাশেম মাস্টার, হুমায়ুন কবীর, শাহ জামাল, ফয়সাল আহমেদ ও মেহজাবিন শাপলা।

দিনভর বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মুহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে ডিসি মুহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ভূয়সী প্রশংসা করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বঙ্গবন্ধুর আর্দশ নতুন প্রজন্মের মধ্যে সঞ্চালিত করা উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এই ধরণের উদ্যোগ জাতি গঠনে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে আজকের অনুষ্ঠিত সাহিত্য প্রতিযোগিতা ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন করার জন্য চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। এছাড়াও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি অ্যাড. বজলুর রহমান। বঙ্গবঙ্গুকে নিবেদন করে কবিতা পাঠ করেন নজির আহমেদ, হেলাল হোসেন জোয়ার্দ্দার, হারুন অর রশিদ, মেহজাবিন শাপলা, ফয়সাল আহমেদ, হাসানুজ্জামান তৌহিদ আকবর অন্তু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাতীয় শোক দিবসের আলোচনা, সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৭:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদাাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় শহীদ আলাউল হলে সাহিত্য প্রতিযোগিতা শুরু হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রতিযোগিতা ৫টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। শিশু বিভাগ, ক-বিভাগ, খ-বিভাগ, গ-বিভাগ এবং ঘ-বিভাগে কিন্ডারগার্টেন, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের আনুমানিক তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের চত্বর মুখরিত হয়ে উঠেছিল। শিশু বিভাগে চিত্রাঙ্কনে ১ম স্থান অধিকার করে ফাতিহা জান্নাত রোজ, ২য় স্থান নিশাত করিম লামিশা ও ৩য় স্থানে জান্নাতুল জীম, হস্তলিখনে ১ম স্থান নিশাত করিম লামিশা, ২য় স্থানে মাহিমা আক্তার কণা ও ৩য় স্থানে রাসিম। ক-বিভাগ আবৃত্তিতে ১ম স্থান সাফ্রিন ইসলাম, ২য় স্থানে আফিয়া আক্তার মিলি ও ৩য় স্থানে নোশিন নাওয়ান রেবতী, চিত্রাঙ্কনে ১ম স্থান নাহিয়ান সরকার, ২য় স্থান সানজিদা জামান ও ৩য় স্থান নাবিহা তাহসীন নওমী। খ-বিভাগ আবৃত্তিতে মাহিয়া মাহি, ২য় স্থান জেরিন তাসনিম ও ৩য় ফারিহা হক প্রত্যাশা, চিত্রাঙ্কনে ১ম স্থান জেরিন তাসনিম, ২য় স্থান হামীম ইবনে কফিন ও ৩য় স্থানে ড্যাফোডিল পারভেজ।
গ-বিভাগ আবৃত্তিতে ১ম স্থান ফারিহা লামিছা, ২য় স্থান মাফিয়াতুল জান্নাত মেধা ও ৩য় নুসরাত জাহান তমা, শ্রুতিলিখনে ১ম স্থান ফারিহা লামিছা, ২য় স্থান মাফিয়াতুল জান্নাত মেধা ও ৩য় স্থান ইনতিশিয়ার আহমেদ নাসিম। ঘ-বিভাগ আবৃত্তিতে ১ম স্থান ফারিহা হক, ২য় স্থান তৌহিদ আকবর অন্তু ও ৩য় স্থান হুমায়ারা শবনম কবীর, সাধারণ জ্ঞানে ১ম স্থান লাবিবা তানজীম প্রিয়ন্তী, ২য় মো. মানিক ও শাহরিয়ার রাবিদ জয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম কবীর মুকুল, রিচার্ড রহমান, আনছার আলী, সুমন ইকবাল, ইব্রাহিম খলিল, আহাদ আলী মোল্লা, হোসেন মোহাম্মদ ফারুক, আবুল কাশেম মাস্টার, হুমায়ুন কবীর, শাহ জামাল, ফয়সাল আহমেদ ও মেহজাবিন শাপলা।

দিনভর বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মুহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে ডিসি মুহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ভূয়সী প্রশংসা করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বঙ্গবন্ধুর আর্দশ নতুন প্রজন্মের মধ্যে সঞ্চালিত করা উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এই ধরণের উদ্যোগ জাতি গঠনে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে আজকের অনুষ্ঠিত সাহিত্য প্রতিযোগিতা ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন করার জন্য চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। এছাড়াও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি অ্যাড. বজলুর রহমান। বঙ্গবঙ্গুকে নিবেদন করে কবিতা পাঠ করেন নজির আহমেদ, হেলাল হোসেন জোয়ার্দ্দার, হারুন অর রশিদ, মেহজাবিন শাপলা, ফয়সাল আহমেদ, হাসানুজ্জামান তৌহিদ আকবর অন্তু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।