ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় গরু বোঝাই লাটাহাম্বারকে ট্রাকের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / ৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় গরু বোঝাই লাটাহাম্বার উল্টে চালকসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারের মৃত জুমাত আলী মণ্ডলের ছেলে ইমতাজুল ইসলাম (৩৫), একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে শান্তি মিয়া (৩২), বড়শলুয়া কলেজপাড়ার মৃত পাতার আলীর ছেলে আবদার আলী (৫০) তার ছেলে লাটাহাম্বার চালক রোশনাই আলী (৩০), বড়শলুয়া বসতিপাড়ার মৃত খোকাই মণ্ডলের ছেলে তোতা মিয়া (৬৫), গড়াইটুপি ইউনিয়নের কালুপোল খেজুরতলা গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম (৫০), এবং ঝিনাইদহ জেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে মিলন হোসেন (৫৫)। আহতদের মধ্যে মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল রাতেই তাঁকে রজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘গতকাল শুক্রবার দুপুরে গরু বিক্রি করতে ও নতুন গরু কেনার জন্য তারা একটি লাটাহাম্বারযোগে মেহেরপুর জেলার বামুন্দি গরুর হাটে যায়। সন্ধ্যায় গরু বেচা কেনা করে একই লাটাহাম্বরযোগে চালকসহ মোট সাতজন খাড়াগোদা বাজারে আসছিল। পথের মধ্যে একটি সবজি বোঝাই ট্রাক পেছন থেকে লাটাহাম্বারটিকে ধাক্কা দেয়। এসময় লাটাহাম্বারটি উল্টে যেয়ে সাতজনই গুরুতর আহত হয়। লাটাহাম্বারটি উল্টে গেলে ট্রাকটি দ্রুতগতিতে ঝিনাইদহের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা ও ফায়ার সর্ভিসের অ্যাম্বুলেন্স আতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহগতদেরকে উদ্ধার করে হাপসাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।’

গরু ব্যবসায়ী আব্দার আলী বলেন, ‘বিকেলে গরু তাদের নিয়ে যাওয়া তিনটি গরুর মধ্যে একটি গুরু বিক্রি হয়। তবে নতুন একটি গরুসহ মোট তিনটি গরু নিয়ে ছেলে রোশনাইয়ের লাটাহাম্বারযোগে মোট সাতজন খাড়াগোদা বাজারের উদ্যেশ্যে যাচ্ছিলাম। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক লাটাহাম্বারটিকে ওভারটেক করতে যেয়ে ধাক্কা দেয়। এসময় লাটাহাম্বারটি রাস্তার পাশে উল্টে গেলে আমরা সাতজনই গুরুতর আহত হয়। তবে আমাদের মধ্যে একজনকে ডাক্তার রাজশাহী হাসপাতালে রেফার্ড করেছে।’

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় ব্যক্তিরা ও ফায়ার সার্ভিসের একটি টিম সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে জরুরি বিভাগে নেয়। সাতজনের শরীরের বিভিন্নস্থানে কাটা-ছেলাসহ গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়েছে। অন্য ছয় জনকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গরু বোঝাই লাটাহাম্বারকে ট্রাকের ধাক্কা

আপলোড টাইম : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় গরু বোঝাই লাটাহাম্বার উল্টে চালকসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারের মৃত জুমাত আলী মণ্ডলের ছেলে ইমতাজুল ইসলাম (৩৫), একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে শান্তি মিয়া (৩২), বড়শলুয়া কলেজপাড়ার মৃত পাতার আলীর ছেলে আবদার আলী (৫০) তার ছেলে লাটাহাম্বার চালক রোশনাই আলী (৩০), বড়শলুয়া বসতিপাড়ার মৃত খোকাই মণ্ডলের ছেলে তোতা মিয়া (৬৫), গড়াইটুপি ইউনিয়নের কালুপোল খেজুরতলা গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম (৫০), এবং ঝিনাইদহ জেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে মিলন হোসেন (৫৫)। আহতদের মধ্যে মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল রাতেই তাঁকে রজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘গতকাল শুক্রবার দুপুরে গরু বিক্রি করতে ও নতুন গরু কেনার জন্য তারা একটি লাটাহাম্বারযোগে মেহেরপুর জেলার বামুন্দি গরুর হাটে যায়। সন্ধ্যায় গরু বেচা কেনা করে একই লাটাহাম্বরযোগে চালকসহ মোট সাতজন খাড়াগোদা বাজারে আসছিল। পথের মধ্যে একটি সবজি বোঝাই ট্রাক পেছন থেকে লাটাহাম্বারটিকে ধাক্কা দেয়। এসময় লাটাহাম্বারটি উল্টে যেয়ে সাতজনই গুরুতর আহত হয়। লাটাহাম্বারটি উল্টে গেলে ট্রাকটি দ্রুতগতিতে ঝিনাইদহের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা ও ফায়ার সর্ভিসের অ্যাম্বুলেন্স আতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহগতদেরকে উদ্ধার করে হাপসাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।’

গরু ব্যবসায়ী আব্দার আলী বলেন, ‘বিকেলে গরু তাদের নিয়ে যাওয়া তিনটি গরুর মধ্যে একটি গুরু বিক্রি হয়। তবে নতুন একটি গরুসহ মোট তিনটি গরু নিয়ে ছেলে রোশনাইয়ের লাটাহাম্বারযোগে মোট সাতজন খাড়াগোদা বাজারের উদ্যেশ্যে যাচ্ছিলাম। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক লাটাহাম্বারটিকে ওভারটেক করতে যেয়ে ধাক্কা দেয়। এসময় লাটাহাম্বারটি রাস্তার পাশে উল্টে গেলে আমরা সাতজনই গুরুতর আহত হয়। তবে আমাদের মধ্যে একজনকে ডাক্তার রাজশাহী হাসপাতালে রেফার্ড করেছে।’

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় ব্যক্তিরা ও ফায়ার সার্ভিসের একটি টিম সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে জরুরি বিভাগে নেয়। সাতজনের শরীরের বিভিন্নস্থানে কাটা-ছেলাসহ গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়েছে। অন্য ছয় জনকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’