ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ওয়েল্ডিংয়ের ট্যাংক বিষ্ফোরণ, মিস্ত্রি দগ্ধ!

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে ট্রাকের দ্রুটিপূর্ণ জালানী ট্যাংকে ওয়েল্ডিং করে মেরামত করার সময় বিষ্ফোরণ ঘটে বজলুর রহমান রশিদ (৫০) নামে এক ওয়েলিাডং মিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ বজলুর রশিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দগ্ধ বজলুর রহমান দৌলতদিয়াড় গ্রামের মাঝেরপাড়ার আলফাজা উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নিজ ওয়েল্ডিং এর দোকানে একটি ট্রাকের দ্রুটিপূর্ণ জালানী ট্যাংকে ওয়েল্ডিং করে মেরামত করছিলেন। এসময় হঠাৎ করেই জালানী ট্যাংকটিতে বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণে বজলুর রশিদের মাথায় ও মুখের পাশে গুরুতর দগ্ধ হয়। বিষ্ফোরণের সময় জালানী ট্যাংকের একটি অংশ ছুটে যেয়ে বজলুর রশিদের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখমও হন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বজলুর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, ‘বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম দগ্ধ ও জখম অবস্থায় বজলুর রশিদ নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। সাফার সার্ভিসের সদস্যদের নিকট থেকে জানতে পারি ট্রাকের জালানী ট্যাংক বিষ্ফোরণ হয়ে তিনি আহত হয়েছেন। এসময় জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বজলুর রশিদের কপালের পাশে আংশিক দগ্ধ হয়েছে। এছাড়াও তাঁর মাথায় একটি জখমের চিহ্নও পাওয়া গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ওয়েল্ডিংয়ের ট্যাংক বিষ্ফোরণ, মিস্ত্রি দগ্ধ!

আপলোড টাইম : ১০:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে ট্রাকের দ্রুটিপূর্ণ জালানী ট্যাংকে ওয়েল্ডিং করে মেরামত করার সময় বিষ্ফোরণ ঘটে বজলুর রহমান রশিদ (৫০) নামে এক ওয়েলিাডং মিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ বজলুর রশিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দগ্ধ বজলুর রহমান দৌলতদিয়াড় গ্রামের মাঝেরপাড়ার আলফাজা উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নিজ ওয়েল্ডিং এর দোকানে একটি ট্রাকের দ্রুটিপূর্ণ জালানী ট্যাংকে ওয়েল্ডিং করে মেরামত করছিলেন। এসময় হঠাৎ করেই জালানী ট্যাংকটিতে বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণে বজলুর রশিদের মাথায় ও মুখের পাশে গুরুতর দগ্ধ হয়। বিষ্ফোরণের সময় জালানী ট্যাংকের একটি অংশ ছুটে যেয়ে বজলুর রশিদের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর জখমও হন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বজলুর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, ‘বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম দগ্ধ ও জখম অবস্থায় বজলুর রশিদ নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। সাফার সার্ভিসের সদস্যদের নিকট থেকে জানতে পারি ট্রাকের জালানী ট্যাংক বিষ্ফোরণ হয়ে তিনি আহত হয়েছেন। এসময় জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বজলুর রশিদের কপালের পাশে আংশিক দগ্ধ হয়েছে। এছাড়াও তাঁর মাথায় একটি জখমের চিহ্নও পাওয়া গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’