ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আয়েশা সিদ্দিকা (রা.)-এঁর জীবন এবং কর্মের ওপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-এঁর জীবন এবং কর্মের ওপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ ভবনে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলানয়তনে এ আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক আজমল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খান মো. রাওহা। আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা বিএডিসি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা এবাদত হোসাইন। স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মজিবর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার আমির হোসেন। সমাবেশটি পরিচালনা করেন জীবননগর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের ঐতিহ্য অনুসারে তাঁকে ‘উম্মুল মুমিনিন’ বা ‘বিশ্বাসীদের মাতা’ হিসেবে আখ্যায়িত করা হয়। সকল বিশ^াসী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করে পরহেজগারী হতে পারি। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও, দিনব্যাপী ইাসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আলমারি ও বই বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আয়েশা সিদ্দিকা (রা.)-এঁর জীবন এবং কর্মের ওপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ

আপলোড টাইম : ০৩:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-এঁর জীবন এবং কর্মের ওপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ ভবনে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলানয়তনে এ আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক আজমল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খান মো. রাওহা। আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা বিএডিসি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা এবাদত হোসাইন। স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মজিবর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার আমির হোসেন। সমাবেশটি পরিচালনা করেন জীবননগর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের ঐতিহ্য অনুসারে তাঁকে ‘উম্মুল মুমিনিন’ বা ‘বিশ্বাসীদের মাতা’ হিসেবে আখ্যায়িত করা হয়। সকল বিশ^াসী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করে পরহেজগারী হতে পারি। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও, দিনব্যাপী ইাসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আলমারি ও বই বিতরণ করা হয়।