ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত : ডিঙ্গেদহে কম্বল বিতরণকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

এমপি ছেলুন জোয়ার্দ্দারের সহায়তায় আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মৌসুমের শুরু থেকে তীব্র শীতে বির্পযস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দেশের সব থেকে বেশি শীত অনুভূত হচ্ছে এ জেলায়। এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রয়েছে এ জেলাতেই। তার ওপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দুস্থ আর খেটে খাওয়া মানুষ। ফলে গত কয়েক বছরের তুলনায় এবার জেলাজুড়ে শীতবস্ত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় শীতার্তদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ অব্যহত রেখেছে জেলার বিত্তবান মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

রাজ্জাক খানের উদ্যোগে কম্বল বিতরণ:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের সোহ্রাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠ প্রাঙ্গণে শংকরচন্দ্র, মাখালডাঙ্গা, কুতুবপুর, মোমিনপুর, পদ্মবিলা ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মামুন রতন, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাজা উদ্দিন, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক ডাক্তার, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক আবু সাইদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনসহ ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘কনকনে হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।

আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সহায়তায় আলমডাঙ্গায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১ হাজার ৬শ শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সাজিবর রহমান।

আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া ও কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ফজর নামাজ শেষে বাজদিয়া গ্রামের আদিবাসী পল্লীতে ও বেলা ১১ টায় দেহাটি গ্রামের আদিবাসী পল্লীতে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি ও মারকাজুল উলুম বালিহুদা মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা জুবায়ের খান।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ক্বওমি মহিলা মাদরাসা, এতিমখানার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, প্রচার আব্দুল হাই, সদস্য আব্দুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত : ডিঙ্গেদহে কম্বল বিতরণকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১২:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

এমপি ছেলুন জোয়ার্দ্দারের সহায়তায় আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মৌসুমের শুরু থেকে তীব্র শীতে বির্পযস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দেশের সব থেকে বেশি শীত অনুভূত হচ্ছে এ জেলায়। এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রয়েছে এ জেলাতেই। তার ওপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দুস্থ আর খেটে খাওয়া মানুষ। ফলে গত কয়েক বছরের তুলনায় এবার জেলাজুড়ে শীতবস্ত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় শীতার্তদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ অব্যহত রেখেছে জেলার বিত্তবান মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

রাজ্জাক খানের উদ্যোগে কম্বল বিতরণ:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের সোহ্রাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠ প্রাঙ্গণে শংকরচন্দ্র, মাখালডাঙ্গা, কুতুবপুর, মোমিনপুর, পদ্মবিলা ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মামুন রতন, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাজা উদ্দিন, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক ডাক্তার, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক আবু সাইদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনসহ ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘কনকনে হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।

আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সহায়তায় আলমডাঙ্গায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১ হাজার ৬শ শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সাজিবর রহমান।

আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া ও কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ফজর নামাজ শেষে বাজদিয়া গ্রামের আদিবাসী পল্লীতে ও বেলা ১১ টায় দেহাটি গ্রামের আদিবাসী পল্লীতে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি ও মারকাজুল উলুম বালিহুদা মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা জুবায়ের খান।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ক্বওমি মহিলা মাদরাসা, এতিমখানার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, প্রচার আব্দুল হাই, সদস্য আব্দুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।