ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের প্রথম দিনে ব্যস্ত সময় পার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে মতবিনিময়, সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি।

জেলা জজ ও জেলা প্রশাসকের সাথে সাক্ষাত:
চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সাথে শুভেচ্ছাবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার তাঁদের সাথে সাক্ষাৎ করেন। এসময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনকে স্বাগত ও শুভেচ্ছা জানান। পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকসহ চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা কামনা করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জেলা বিচার অঙ্গন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময়:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সকল অফিসকক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ইনচার্জ, অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের সকল থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা, কোর্ট, ট্রাফিক, রিজার্ভ অফিস, এমটি সেকশন এ কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করেন।

এসময় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ বাহিনীর উদ্দেশ্যে রাজারবাগ পুলিশ লাইনস এবং সারদা পুলিশ একাডেমিতে দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। যা আজও পুলিশ বাহিনীর জন্য অনুসরণীয় হয়ে আছে। ওই ভাষণে তিনি মানুষকে ভালোবাসতে ও সেবা দিতে বলেছেন। সৎ থাকতে বলেছেন। পুলিশকে যেন মানুষ ভয় না করে ও ভালোবাসে, সেভাবে কাজ করে সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করতে বলেছেন। কারণ স্বাধীন দেশের পুলিশ শোষকদের নয়, জনগণের সেবক। তাই পুলিশের কাজ জনগণকে ভালোবাসা ও দুর্দিনে এগিয়ে আসা, যেন সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। কাক্সিক্ষত সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, আরআই পুলিশ লাইনস, চুয়াডাঙ্গাসহ অন্যান্য সদস্যগণ।


সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা:
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে পুলিশ সুপার উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছাবিনিময় করেন।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন তাঁর বক্তব্যের শুরুতে স্মরণ করেন মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, বাংলাদেশ পুলিশের এএসআই/ছিদ্দিকুর রহমানকে। পাশাপাশি সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে কাক্সিক্ষত জনবান্ধব, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের উৎপাত মুক্ত চুয়াডাঙ্গা গড়তে সকল সাংবাদিকদের উদাত্ত আহ্বান জানান। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে আইজিপির নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘আমাদের ব্যত্যয় তুলে ধরবেন। আপনারা তুলে ধরলে আমরা সচেতন হবো। আমার সমালোচনা আমি পজিটিভলি নেব। আমি এখানে যে কদিন থাকব, আমি আপনাদেও পরিবারের সদস্য হিসেবেই থাকব। আপনারা যেসকল বিষয়গুলো আমার সামনে এনেছেন, আপনাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমি কাজ শুরু করব। সময় নিয়ে আমরা আবার বসব, তখন হয়ত বলেত পারব, কাজ করেছি।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের প্রথম দিনে ব্যস্ত সময় পার

আপলোড টাইম : ০৭:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে মতবিনিময়, সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি।

জেলা জজ ও জেলা প্রশাসকের সাথে সাক্ষাত:
চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সাথে শুভেচ্ছাবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার তাঁদের সাথে সাক্ষাৎ করেন। এসময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনকে স্বাগত ও শুভেচ্ছা জানান। পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকসহ চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা কামনা করেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জেলা বিচার অঙ্গন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময়:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সকল অফিসকক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ইনচার্জ, অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের সকল থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা, কোর্ট, ট্রাফিক, রিজার্ভ অফিস, এমটি সেকশন এ কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করেন।

এসময় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ বাহিনীর উদ্দেশ্যে রাজারবাগ পুলিশ লাইনস এবং সারদা পুলিশ একাডেমিতে দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। যা আজও পুলিশ বাহিনীর জন্য অনুসরণীয় হয়ে আছে। ওই ভাষণে তিনি মানুষকে ভালোবাসতে ও সেবা দিতে বলেছেন। সৎ থাকতে বলেছেন। পুলিশকে যেন মানুষ ভয় না করে ও ভালোবাসে, সেভাবে কাজ করে সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করতে বলেছেন। কারণ স্বাধীন দেশের পুলিশ শোষকদের নয়, জনগণের সেবক। তাই পুলিশের কাজ জনগণকে ভালোবাসা ও দুর্দিনে এগিয়ে আসা, যেন সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। কাক্সিক্ষত সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, আরআই পুলিশ লাইনস, চুয়াডাঙ্গাসহ অন্যান্য সদস্যগণ।


সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা:
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে পুলিশ সুপার উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছাবিনিময় করেন।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন তাঁর বক্তব্যের শুরুতে স্মরণ করেন মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, বাংলাদেশ পুলিশের এএসআই/ছিদ্দিকুর রহমানকে। পাশাপাশি সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে কাক্সিক্ষত জনবান্ধব, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের উৎপাত মুক্ত চুয়াডাঙ্গা গড়তে সকল সাংবাদিকদের উদাত্ত আহ্বান জানান। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে আইজিপির নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘আমাদের ব্যত্যয় তুলে ধরবেন। আপনারা তুলে ধরলে আমরা সচেতন হবো। আমার সমালোচনা আমি পজিটিভলি নেব। আমি এখানে যে কদিন থাকব, আমি আপনাদেও পরিবারের সদস্য হিসেবেই থাকব। আপনারা যেসকল বিষয়গুলো আমার সামনে এনেছেন, আপনাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমি কাজ শুরু করব। সময় নিয়ে আমরা আবার বসব, তখন হয়ত বলেত পারব, কাজ করেছি।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।