ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার চার ইউপিতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টা থেকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্র কেন্দ্র পৌঁছেছেন কর্মকর্তারা। আজ সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করবেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসার সদস্যরা।

উল্লেখ্য, আলুকদিয়া ইউনিয়নে ভোটার ২২ হাজার ৫১০ জন, মোমিনপুর ইউনিয়নে ১২ হাজার ৪৫৬ জন, কুতুবপুর ইউনিয়নে ২৭ হাজার ১৭৬ জন এবং পদ্মবিলা ইউনিয়নে ১৬ হাজার ৫৫৯ জন ভোটার।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ‘আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার চার ইউপিতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

আপলোড টাইম : ০৫:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টা থেকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্র কেন্দ্র পৌঁছেছেন কর্মকর্তারা। আজ সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করবেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসার সদস্যরা।

উল্লেখ্য, আলুকদিয়া ইউনিয়নে ভোটার ২২ হাজার ৫১০ জন, মোমিনপুর ইউনিয়নে ১২ হাজার ৪৫৬ জন, কুতুবপুর ইউনিয়নে ২৭ হাজার ১৭৬ জন এবং পদ্মবিলা ইউনিয়নে ১৬ হাজার ৫৫৯ জন ভোটার।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ‘আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।