ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালানো খুন, ডাকাতিসহ ১৪ মামলার আসামি মো. আজিজুল শেখ আশিকুল ওরফে আশিককে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তার আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মুকছুদপুর থানার জলিরপাড় গুচ্ছগ্রাম আশ্রয়কেন্দ্রের মৃত ফজল শেখের ছেলে। গত ১৬ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে তাকে আদালত চত্বরে নেওয়া হয়। এসময় হাতকড়া থেকে কৌশলে হাত বের করে পালিয়ে যায় আজিজুল শেখ। ওই ঘটনায় চুয়াডাঙ্গার কোর্ট ইন্সপেক্টর কে এম জাহাঙ্গীর আলম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন সংবাদ সম্মেলনে জানান, আজিজুল শেখকে গ্রেপ্তারে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। চুয়াডাঙ্গা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নেতৃরত্ব গোয়েন্দা পুলিশের এসআই সোহেল রানা, মোহাম্মদ শিহাব উদ্দিন, রাশিদুল হাসান, মুহিদ হাসান, এএসআই শ্রী রমেন কামুর সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আজিজুল শেখকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার আরও বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়ার পর আজিজুল শেখ কখনো ঢাকার আশুলিয়া, কখনো সাভারসহ বিভিন্ন এলাকা ঘুরে তার পরিচিত জায়গা যেখানে, সে একাধিকবার থেকেছে। সেই ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, আজিজুল শেখ ডাকাতি, দস্যুতা, চুরি, খুনসহ ১৪টি মামলার আসামি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক কে এম জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক ফররুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে হাতকড়া থেকে হাত বের করে কৌশলে পালিয়ে যায় আজিজুল শেখ। ওই ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে, ঘটনার দিনই পুলিশের তিনজন সদস্য এটিএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও বিনজির নাহারকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালানো খুন, ডাকাতিসহ ১৪ মামলার আসামি মো. আজিজুল শেখ আশিকুল ওরফে আশিককে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তার আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মুকছুদপুর থানার জলিরপাড় গুচ্ছগ্রাম আশ্রয়কেন্দ্রের মৃত ফজল শেখের ছেলে। গত ১৬ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে তাকে আদালত চত্বরে নেওয়া হয়। এসময় হাতকড়া থেকে কৌশলে হাত বের করে পালিয়ে যায় আজিজুল শেখ। ওই ঘটনায় চুয়াডাঙ্গার কোর্ট ইন্সপেক্টর কে এম জাহাঙ্গীর আলম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন সংবাদ সম্মেলনে জানান, আজিজুল শেখকে গ্রেপ্তারে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। চুয়াডাঙ্গা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নেতৃরত্ব গোয়েন্দা পুলিশের এসআই সোহেল রানা, মোহাম্মদ শিহাব উদ্দিন, রাশিদুল হাসান, মুহিদ হাসান, এএসআই শ্রী রমেন কামুর সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আজিজুল শেখকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার আরও বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়ার পর আজিজুল শেখ কখনো ঢাকার আশুলিয়া, কখনো সাভারসহ বিভিন্ন এলাকা ঘুরে তার পরিচিত জায়গা যেখানে, সে একাধিকবার থেকেছে। সেই ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, আজিজুল শেখ ডাকাতি, দস্যুতা, চুরি, খুনসহ ১৪টি মামলার আসামি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক কে এম জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক ফররুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে হাতকড়া থেকে হাত বের করে কৌশলে পালিয়ে যায় আজিজুল শেখ। ওই ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে, ঘটনার দিনই পুলিশের তিনজন সদস্য এটিএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও বিনজির নাহারকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।