ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুরির অপবাদ দেওয়ায় পিতা-পুত্রকে নির্যাতন!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দামুড়হুদায় সাইকেল চুরির অপবাদ দেওয়ায় পিতা-পুত্রকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় নির্যাতনের শিকার পিতা-পুত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- বড় দুধপাতিলা গ্রামের বসতিপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৬০) ও তাঁর ছেলে সাগর (১৬)। এদিকে, ঘটনার খবর পেয়ে দুপুরেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। আটককৃতরা হলেন- অভিযুক্ত জামাত আলীর স্ত্রী সফুরা বেগম (৩৮) ও তার ছেলে শরিফ (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দুধপতিলা গ্রামের মাঠ থেকে চলতি ধানের মৌসুমে ৮টিরও বেশি স্যালোমেশিন ও গ্রামের বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এরই জেরে গত রোববার দুধপাতিলা গ্রামের আব্দুল খালেকের বাড়ি থেকে একটি বাইসাইকেলটি চুরি হয়ে যায়। এসময় আব্দুল খালেক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও সাইকেলটি নাননি। একপর্যায়ে গতকাল বেলা দুইটার দিকে আব্দুল খালেক ও তার ছেলে সাগর একই গ্রামের ইতঃপূর্বে বিভিন্ন চুরির ঘটনায় অভিযুক্ত জামাত আলীর ছেলে শরিফের কাছে সাইকেল চুরির ঘটনাটি জানায় ও খোঁজ নিতে যায়।
এতে শরিফ ও তার মা সফুরা বেগম রাগান্বিত হয়ে আব্দুল খালেক ও তার ছেলে সাগরকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় শরিফের পিতা জামাত আলী তার বাড়িতে থাকা একটি কোদাল দিয়ে খালেকের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম অবস্থায় খালেক মাটিতে পড়ে যায়। সাগর পিতাকে ঠেকাতে গেলে তাকেও গুরুতর জখম করে জামাত আলীর ছেলে শরিফ ও স্ত্রী সফুরা। পরে স্থানীয় ব্যক্তিরা জখম পিতা পুত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘দুপুরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম এক ব্যক্তি ও তার ছেলেকে জরুরি বিভাগে নেয়। দুজনের মধ্যে আব্দুল খালেকের মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এছাড়াও জরুরি বিভাগ থেকে তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ‘দামুড়হুদা থানাধীন দুধপাতিলা গ্রামে সাইকেল চুরি নিয়ে দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে একই পক্ষের দুজন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটকও করা হয়েছে। মামলা ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুরির অপবাদ দেওয়ায় পিতা-পুত্রকে নির্যাতন!

আপলোড টাইম : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

দর্শনা অফিস:
দামুড়হুদায় সাইকেল চুরির অপবাদ দেওয়ায় পিতা-পুত্রকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় নির্যাতনের শিকার পিতা-পুত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- বড় দুধপাতিলা গ্রামের বসতিপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৬০) ও তাঁর ছেলে সাগর (১৬)। এদিকে, ঘটনার খবর পেয়ে দুপুরেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। আটককৃতরা হলেন- অভিযুক্ত জামাত আলীর স্ত্রী সফুরা বেগম (৩৮) ও তার ছেলে শরিফ (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দুধপতিলা গ্রামের মাঠ থেকে চলতি ধানের মৌসুমে ৮টিরও বেশি স্যালোমেশিন ও গ্রামের বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এরই জেরে গত রোববার দুধপাতিলা গ্রামের আব্দুল খালেকের বাড়ি থেকে একটি বাইসাইকেলটি চুরি হয়ে যায়। এসময় আব্দুল খালেক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও সাইকেলটি নাননি। একপর্যায়ে গতকাল বেলা দুইটার দিকে আব্দুল খালেক ও তার ছেলে সাগর একই গ্রামের ইতঃপূর্বে বিভিন্ন চুরির ঘটনায় অভিযুক্ত জামাত আলীর ছেলে শরিফের কাছে সাইকেল চুরির ঘটনাটি জানায় ও খোঁজ নিতে যায়।
এতে শরিফ ও তার মা সফুরা বেগম রাগান্বিত হয়ে আব্দুল খালেক ও তার ছেলে সাগরকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় শরিফের পিতা জামাত আলী তার বাড়িতে থাকা একটি কোদাল দিয়ে খালেকের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম অবস্থায় খালেক মাটিতে পড়ে যায়। সাগর পিতাকে ঠেকাতে গেলে তাকেও গুরুতর জখম করে জামাত আলীর ছেলে শরিফ ও স্ত্রী সফুরা। পরে স্থানীয় ব্যক্তিরা জখম পিতা পুত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘দুপুরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম এক ব্যক্তি ও তার ছেলেকে জরুরি বিভাগে নেয়। দুজনের মধ্যে আব্দুল খালেকের মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এছাড়াও জরুরি বিভাগ থেকে তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ‘দামুড়হুদা থানাধীন দুধপাতিলা গ্রামে সাইকেল চুরি নিয়ে দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে একই পক্ষের দুজন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটকও করা হয়েছে। মামলা ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।