ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা-২ আসনে ১৪ দলের নেতা-কর্মীদের নির্বাচনী আমেজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে


আওয়াল হোসেন:
চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচনী আমেজে মেতে উঠেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। শেষমেশ চুয়াডাঙ্গা-২ আসনে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছে। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ হাজী আলী আজগার টগর (নৌকা), জাসদ (ইনু) মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ ইয়াসিন মোল্লা (মশাল), জাকের পার্টির মনোনীত আব্দুল লতিফ খান যুবরাজ (গোলাপ ফুল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিউপিলস পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী (আম) প্রতীকে ভোট করছেন।

এছাড়া তিনজন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীকে এ আসন থেকে ভোট যুদ্ধে নেমেছে। এরা হলেন- দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হাশেম রেজা (ট্রাক মার্কা), বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু (ঢেঁকি মার্কা) ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম (ঈগল পাখি) মার্কায় ভোট যুদ্ধে প্রতিযোগিতা করছেন।

গত সোমবার থেকে ভোটের প্রচার-প্রচারণা শুরু হলেও গতকাল বৃস্পতিবার থেকে সকল প্রার্থীর মাইকিং শুরু হয়েছে এবং পোস্টার শোভা পাচ্ছে জীবননগর ও দামুড়হুদা উপজেলা শহরে ও গ্রামেগঞ্জে এবং চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে। কয়েকজন স্বতন্ত্রপ্রার্থীর প্রার্থিতা নির্বাচন অফিসার বাতিল করে দেন। ফলে তাদেরও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে।

এ কয়েকজন প্রার্থীর ভোটের মাঠে নামতে কিছুটা দেরী হয়েছে। তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন। বিভিন্ন এলাকায় গিয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। তবে এখনো পর্যন্ত কোথাও সহিংসতার ঘটনার কথা শোনা যায়নি। শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা-২ আসনে ১৪ দলের নেতা-কর্মীদের নির্বাচনী আমেজ

আপলোড টাইম : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩


আওয়াল হোসেন:
চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচনী আমেজে মেতে উঠেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। শেষমেশ চুয়াডাঙ্গা-২ আসনে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছে। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ হাজী আলী আজগার টগর (নৌকা), জাসদ (ইনু) মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ ইয়াসিন মোল্লা (মশাল), জাকের পার্টির মনোনীত আব্দুল লতিফ খান যুবরাজ (গোলাপ ফুল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিউপিলস পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী (আম) প্রতীকে ভোট করছেন।

এছাড়া তিনজন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীকে এ আসন থেকে ভোট যুদ্ধে নেমেছে। এরা হলেন- দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হাশেম রেজা (ট্রাক মার্কা), বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু (ঢেঁকি মার্কা) ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম (ঈগল পাখি) মার্কায় ভোট যুদ্ধে প্রতিযোগিতা করছেন।

গত সোমবার থেকে ভোটের প্রচার-প্রচারণা শুরু হলেও গতকাল বৃস্পতিবার থেকে সকল প্রার্থীর মাইকিং শুরু হয়েছে এবং পোস্টার শোভা পাচ্ছে জীবননগর ও দামুড়হুদা উপজেলা শহরে ও গ্রামেগঞ্জে এবং চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে। কয়েকজন স্বতন্ত্রপ্রার্থীর প্রার্থিতা নির্বাচন অফিসার বাতিল করে দেন। ফলে তাদেরও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে।

এ কয়েকজন প্রার্থীর ভোটের মাঠে নামতে কিছুটা দেরী হয়েছে। তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন। বিভিন্ন এলাকায় গিয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। তবে এখনো পর্যন্ত কোথাও সহিংসতার ঘটনার কথা শোনা যায়নি। শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চলছে।