ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শুভেচ্ছা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৬১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শুভেচ্ছা অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী স্বশরীরে এবং মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানায় সংগঠনগুলো। শুভেচ্ছায় গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হামিদুল হক মুন্সী, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মালেকা হক মাখন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ ও বিশিষ্ট ব্যবসায়ী আলী ইকবাল জোয়ার্দ্দার বাবু।

গত শুক্রবার সন্ধ্যায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ‘চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। যৌথ সভার মাধ্যমে সংগঠনটিতে চুয়াডাঙ্গার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে। সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক নির্বাচিত করা হয় সিনিয়র সাংবাদিক দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতাকে। সদস্যসচিব হন প্রবীণ সাংবাদিক অ্যাড. মানিক আকবর। যুগ্ম আহ্বায়ক হন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। এছাড়া তিন সদস্যের মধ্যে রয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক রাজীব হাসান কচি, তরুণ সাংবাদিক মাহফুজ মামুন ও জিসান আহমেদ। এ কমিটির আত্মপ্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শুভেচ্ছা অব্যাহত

আপলোড টাইম : ০২:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শুভেচ্ছা অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী স্বশরীরে এবং মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানায় সংগঠনগুলো। শুভেচ্ছায় গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হামিদুল হক মুন্সী, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মালেকা হক মাখন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ ও বিশিষ্ট ব্যবসায়ী আলী ইকবাল জোয়ার্দ্দার বাবু।

গত শুক্রবার সন্ধ্যায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ‘চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। যৌথ সভার মাধ্যমে সংগঠনটিতে চুয়াডাঙ্গার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে। সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক নির্বাচিত করা হয় সিনিয়র সাংবাদিক দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতাকে। সদস্যসচিব হন প্রবীণ সাংবাদিক অ্যাড. মানিক আকবর। যুগ্ম আহ্বায়ক হন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। এছাড়া তিন সদস্যের মধ্যে রয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক রাজীব হাসান কচি, তরুণ সাংবাদিক মাহফুজ মামুন ও জিসান আহমেদ। এ কমিটির আত্মপ্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন।