ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে পড়েছিল বৃদ্ধর লাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের আবাসিক এলাকার মধ্যে ওই বৃদ্ধর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি উদ্ধার করে মর্গে নেয়। পরিচয় নিশ্চিত না হওয়ায় মৃত্যুর বিষয়টি নিয়ে কাজ করছে পিবিআই ও সিআইডি।

হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, কিছুদিন ধরে অজ্ঞাত ওই বৃদ্ধকে হাসপাতাল চত্বরের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তিনি মাঝে মধ্যে হাসপাতালের রান্নাঘর থেকে খাবার চেয়েও খেতেন। তাকে দেখে মানসিক প্রতিবন্ধী বলেই মতে হতো। আজ (রোববার) সকালে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারের সামনে তার লাশ পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘সকালে হাসপাতাল চত্বরের আবাসিক এলাকা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় বিষয়টি পিবিআই ও সিআইডি টিম তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তিনি হাসপাতাল চত্বরে ঘুরাঘুরি করতো। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্ আকরাম বলেন, ‘হাসপাতালের আবাসিক এলাকায় একটি লাশ পড়ে আছে জানতে পেরে বিষয়টি সদর থানা কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি পিবিআই ও সিআইডি তত্ত্বাবধানে আছে। আপাতত লাশটি সদর হাসপাতালের মর্গে রেখেছি। পিবিআই তাদের কার্যক্রম শেষ করলে মৃত্যুর সঠিক করাণ নির্ণয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে পড়েছিল বৃদ্ধর লাশ

আপলোড টাইম : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের আবাসিক এলাকার মধ্যে ওই বৃদ্ধর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি উদ্ধার করে মর্গে নেয়। পরিচয় নিশ্চিত না হওয়ায় মৃত্যুর বিষয়টি নিয়ে কাজ করছে পিবিআই ও সিআইডি।

হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, কিছুদিন ধরে অজ্ঞাত ওই বৃদ্ধকে হাসপাতাল চত্বরের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তিনি মাঝে মধ্যে হাসপাতালের রান্নাঘর থেকে খাবার চেয়েও খেতেন। তাকে দেখে মানসিক প্রতিবন্ধী বলেই মতে হতো। আজ (রোববার) সকালে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারের সামনে তার লাশ পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘সকালে হাসপাতাল চত্বরের আবাসিক এলাকা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় বিষয়টি পিবিআই ও সিআইডি টিম তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তিনি হাসপাতাল চত্বরে ঘুরাঘুরি করতো। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্ আকরাম বলেন, ‘হাসপাতালের আবাসিক এলাকায় একটি লাশ পড়ে আছে জানতে পেরে বিষয়টি সদর থানা কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি পিবিআই ও সিআইডি তত্ত্বাবধানে আছে। আপাতত লাশটি সদর হাসপাতালের মর্গে রেখেছি। পিবিআই তাদের কার্যক্রম শেষ করলে মৃত্যুর সঠিক করাণ নির্ণয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।’