ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই রোগীর টাকা চুরির অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে দুই রোগীর টাকা চুরির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকেট কেনার সময় দুই রোগীর মোট মোট ১০ হাজার টাকা চুরি হয়। পরবর্তীতে টাকা চুরির বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী দুজন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার নিকট জানায়। টাকা খোয়ানো ভুক্তভোগী দুই রোগী হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি এলাকার তাসলিমা খাতুন ও দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সরিফা বেগম।

জানা যায়, গতকাল সকালে অন্যান্য রোগীদের মতো চুয়াডাঙ্গা সদর উপজেরার হাজরাহাটি থেকে ও দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা থেকে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তাসলিমা খাতুন ও সরিফা বেগম। চিকিৎসকের শরানাপণ্ন হওয়ার পূর্বে দুজনের পাঁচ টাকার টিকেট কেনার জন্য হাসপাতালের টিকেট কাউন্টারের সামনের সিরিয়ালে দাঁড়ায়। এসময় ভেরের মধ্যে তাঁদের দুজনের ব্যাগ থেকে মোট ১০ হাজার পাঁচশ টাকা চুরি হয়ে যায়।

তাসলিমা খাতুন জানান, ‘চোখের ডাক্তার দেখাতে তিনি হাসপাতালে আসেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বাবদ সঙ্গে আনেন ২ হাজার ৫ শ টাকা। হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে সিরিয়ালে দাঁড়িয়ে টিকেট নেওয়ার সময় তাঁর সমস্ত টাকা কেউ চুরি করে নিয়েছে।’

শরিফা বেগমও ওষুধ কেনার জন্য সঙ্গে আট হাজার সঙ্গে আনেন। যেন ডাক্তারের দেওয়া সমস্ত ওষুধ একবারে কিনে নিতে পারেন। কিন্তু হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে তার টাকাও চুরি হয়ে যায়।

পরবর্তীতে দুজনেই সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষে যেয়ে টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানায়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখেও চোরের কোনো অস্তিত্ব না পেয়ে সদর থানায় টাকা চুরির বিষয়ে দুজনেই অভিযোগ করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ আকরাম বলেন, ‘দুপুরে হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে দুই রোগীর টাকা খোয়া গেছে বলে জানতে পারি। বিষয়টি হাসপাতালে কর্তব্যরত পুলিশ টিমকে ও চুয়াডাঙ্গা সদর থানায় জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ‘দুপুরে সদর হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে দুজন রোগীর টাকা চুরি হয়েছে বলে জানতে পারি। পরবর্তীরা ভুক্তভোগী দুজন সদর থানায় অভিযোগও করেছেন। আমরা ঘটনাটির তদন্তে হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই রোগীর টাকা চুরির অভিযোগ

আপলোড টাইম : ০৮:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে দুই রোগীর টাকা চুরির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকেট কেনার সময় দুই রোগীর মোট মোট ১০ হাজার টাকা চুরি হয়। পরবর্তীতে টাকা চুরির বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী দুজন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার নিকট জানায়। টাকা খোয়ানো ভুক্তভোগী দুই রোগী হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি এলাকার তাসলিমা খাতুন ও দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সরিফা বেগম।

জানা যায়, গতকাল সকালে অন্যান্য রোগীদের মতো চুয়াডাঙ্গা সদর উপজেরার হাজরাহাটি থেকে ও দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা থেকে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তাসলিমা খাতুন ও সরিফা বেগম। চিকিৎসকের শরানাপণ্ন হওয়ার পূর্বে দুজনের পাঁচ টাকার টিকেট কেনার জন্য হাসপাতালের টিকেট কাউন্টারের সামনের সিরিয়ালে দাঁড়ায়। এসময় ভেরের মধ্যে তাঁদের দুজনের ব্যাগ থেকে মোট ১০ হাজার পাঁচশ টাকা চুরি হয়ে যায়।

তাসলিমা খাতুন জানান, ‘চোখের ডাক্তার দেখাতে তিনি হাসপাতালে আসেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বাবদ সঙ্গে আনেন ২ হাজার ৫ শ টাকা। হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে সিরিয়ালে দাঁড়িয়ে টিকেট নেওয়ার সময় তাঁর সমস্ত টাকা কেউ চুরি করে নিয়েছে।’

শরিফা বেগমও ওষুধ কেনার জন্য সঙ্গে আট হাজার সঙ্গে আনেন। যেন ডাক্তারের দেওয়া সমস্ত ওষুধ একবারে কিনে নিতে পারেন। কিন্তু হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে তার টাকাও চুরি হয়ে যায়।

পরবর্তীতে দুজনেই সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষে যেয়ে টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানায়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখেও চোরের কোনো অস্তিত্ব না পেয়ে সদর থানায় টাকা চুরির বিষয়ে দুজনেই অভিযোগ করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ আকরাম বলেন, ‘দুপুরে হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে দুই রোগীর টাকা খোয়া গেছে বলে জানতে পারি। বিষয়টি হাসপাতালে কর্তব্যরত পুলিশ টিমকে ও চুয়াডাঙ্গা সদর থানায় জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ‘দুপুরে সদর হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে থেকে দুজন রোগীর টাকা চুরি হয়েছে বলে জানতে পারি। পরবর্তীরা ভুক্তভোগী দুজন সদর থানায় অভিযোগও করেছেন। আমরা ঘটনাটির তদন্তে হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’