ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর থানায় নবাগত ওসি খালেদুর রহমানের যোগদান

আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. খালেদুর রহমান। গতকাল রোববার (ওসি) শেখ সেকেন্দার আলীর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবাগত ওসি সর্বশেষ কেরানিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা তাঁর প্রথম কর্মস্থল।

ওসি খালেদুর রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মজীবনে যোগদান করেন। ১৯ বছরে দীর্ঘ কর্মময় জীবনজুড়ে তিনি দেশের বিভিন্ন থানায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার কোতয়ালী থানার স্টেডিয়ামপাড়ার প্রয়াত সেনা কর্মকর্তা খলিলুর রহমানের ছেলে। স্থানীয়ভাবে (ওসি) খালেদুর রহমান ক্রিকেট ও হকি খেলোয়াড় এবং সাঁতারু হিসেবেই জনপ্রিয়।

এর আগে, গত ৬ অক্টোবর ঢাকা পুলিশ হেডকোয়ায়ার্টার্স পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অ্যাডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) অ্যাডমিনিস্ট্রেশন আবু হাসান তারিক, বিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা সদর থানাসহ জেলার মোট চারটি থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এদিকে, নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়ে খালেদুর রহমান চুয়াডাঙ্গা সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় রাখতে এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সদর থানায় নবাগত ওসি খালেদুর রহমানের যোগদান

আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা

আপলোড টাইম : ০৮:৫৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. খালেদুর রহমান। গতকাল রোববার (ওসি) শেখ সেকেন্দার আলীর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবাগত ওসি সর্বশেষ কেরানিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা তাঁর প্রথম কর্মস্থল।

ওসি খালেদুর রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মজীবনে যোগদান করেন। ১৯ বছরে দীর্ঘ কর্মময় জীবনজুড়ে তিনি দেশের বিভিন্ন থানায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার কোতয়ালী থানার স্টেডিয়ামপাড়ার প্রয়াত সেনা কর্মকর্তা খলিলুর রহমানের ছেলে। স্থানীয়ভাবে (ওসি) খালেদুর রহমান ক্রিকেট ও হকি খেলোয়াড় এবং সাঁতারু হিসেবেই জনপ্রিয়।

এর আগে, গত ৬ অক্টোবর ঢাকা পুলিশ হেডকোয়ায়ার্টার্স পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অ্যাডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) অ্যাডমিনিস্ট্রেশন আবু হাসান তারিক, বিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা সদর থানাসহ জেলার মোট চারটি থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এদিকে, নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়ে খালেদুর রহমান চুয়াডাঙ্গা সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় রাখতে এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।