ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদরের নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়িত হয়েছেন ফাতেমা-তুজ-জোহরা। তিনি বর্তমান ইউএনও শামীম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ বদলির অনুমোদন দিয়েছে। একই সাথে চুয়াডাঙ্গা সদরের বর্তমান ইউএনও শামীম ভূঁইয়াকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

নবাগত ইউএনও ফাতেমা তুজ জোহরা ৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি রংপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ২০২১ সালের ১৮ মে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। আাগমী ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন ফাতেমা-তুজ-জোহরা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ইসিতে পাঠানো প্রয়োজন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সদরের নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা

আপলোড টাইম : ০৯:৫১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়িত হয়েছেন ফাতেমা-তুজ-জোহরা। তিনি বর্তমান ইউএনও শামীম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ বদলির অনুমোদন দিয়েছে। একই সাথে চুয়াডাঙ্গা সদরের বর্তমান ইউএনও শামীম ভূঁইয়াকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

নবাগত ইউএনও ফাতেমা তুজ জোহরা ৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি রংপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ২০২১ সালের ১৮ মে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। আাগমী ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন ফাতেমা-তুজ-জোহরা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ইসিতে পাঠানো প্রয়োজন।