ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটকে ১ লাখ টাকার চেক প্রদান করলেন শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / ৩৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
আর্ত মানবতার সেবার প্রতীক বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটে দুস্থ ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইউনিট কার্যালয়ে এ চেক প্রদান করেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দীন আহমেদ। এসময় চেকটি গ্রহণ করেন ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান।

এসময় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম.এম. সাইফুল ইসলাম, এভিপি ইব্রাহীম হোসেন, চুয়াডাঙ্গা শাহজালাল ইসলামী ব্যাংকের এভিপি ও ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, এক্সিকিউটিভ অফিসার এস এম আশরাফুল আলম ও ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার নাজিম উদ্দীন, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি এবং রেডক্রিসেন্টের আজীবন সদস্য জহিরুল ইসলাম চুন্নু ও যুবপ্রধান শাহিন হোসেন উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার দুপুরে শাহজাহাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

এসময় শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট। রেডক্রিসেন্ট আর্তমানবতার সেবাই সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকে। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট এ অঞ্চলের মানুষের চোখের সেবাই কাজ করছে। খুলনা বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা ইউনিট শ্রেষ্ঠ ইউনিট হিসেবে বিবেচিত হওয়ায় এ ইউনিটের কমিটির নেতৃবৃন্দকে ভূয়শী প্রশংসা করেন। ইউনিটের উত্তোরত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতা রেডক্রিসেন্ট ইউনিটের প্রতি আগামীতে অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। ব্যাংকের এমডি ও ডিএমডিসহ সংশ্লিষ্ট সকলকে রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে শাহজালাল ইসলামী ব্যাংক, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট ইউনিটে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এ প্রত্যাশা করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটকে ১ লাখ টাকার চেক প্রদান করলেন শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ

আপলোড টাইম : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
আর্ত মানবতার সেবার প্রতীক বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটে দুস্থ ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইউনিট কার্যালয়ে এ চেক প্রদান করেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দীন আহমেদ। এসময় চেকটি গ্রহণ করেন ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান।

এসময় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম.এম. সাইফুল ইসলাম, এভিপি ইব্রাহীম হোসেন, চুয়াডাঙ্গা শাহজালাল ইসলামী ব্যাংকের এভিপি ও ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, এক্সিকিউটিভ অফিসার এস এম আশরাফুল আলম ও ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার নাজিম উদ্দীন, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি এবং রেডক্রিসেন্টের আজীবন সদস্য জহিরুল ইসলাম চুন্নু ও যুবপ্রধান শাহিন হোসেন উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার দুপুরে শাহজাহাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

এসময় শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট। রেডক্রিসেন্ট আর্তমানবতার সেবাই সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকে। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট এ অঞ্চলের মানুষের চোখের সেবাই কাজ করছে। খুলনা বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা ইউনিট শ্রেষ্ঠ ইউনিট হিসেবে বিবেচিত হওয়ায় এ ইউনিটের কমিটির নেতৃবৃন্দকে ভূয়শী প্রশংসা করেন। ইউনিটের উত্তোরত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতা রেডক্রিসেন্ট ইউনিটের প্রতি আগামীতে অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। ব্যাংকের এমডি ও ডিএমডিসহ সংশ্লিষ্ট সকলকে রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে শাহজালাল ইসলামী ব্যাংক, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট ইউনিটে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এ প্রত্যাশা করছি।